ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরু এ বছর

প্রকাশিত: ০৬:০৪, ২৭ জানুয়ারি ২০১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরু এ বছর

সংসদ রিপোর্টার ॥ আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মূল পর্যায়ের নির্মাণ কাজ ২০১৭ সালের মাঝামাঝি শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে জাসদের সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ইতোমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের প্রস্তুতিমূলক নির্মাণ কাজ সফলতার সঙ্গে সমাপ্তি পর্যায়ে রয়েছে। মূল পর্যায়ের নির্মাণ কাজ ২০১৭ সালের মাঝামাঝি শুরু হবে। এ লক্ষ্যে রাশান ফেডারেশনের জেএসসি এটমস্ট্রয় এক্সপোর্ট এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজ সম্পাদনে জেনারেল কন্ট্রাক্ট বিগত ২০১৫ সালের ২৫ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক রীতি অনুযায়ী পারমাণবিক বিদ্যুত কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট জনবলের কাজের প্রকৃতিও ভিন্ন এবং তাদের পৃথক আইনী বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য পারমাণবিক বিদ্যুত কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প ব্যবস্থাপনার জন্য পৃথক পৃথক জনবল নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চুক্তি অনুযায়ী বিদ্যুত কেন্দ্রের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় জনবল প্রশিক্ষণ প্রদান রাশিয়ান ফেডারেশন প্রদান করবে। মন্ত্রী জানান, আইএইএ-এর গাইডলাইন এবং আন্তর্জাতিক রেওয়াজ অনুযায়ী পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নকশা চূড়ান্ত হওয়ার পর ফাস্ট কন্ট্রাক্ট ডেট (এফসিডি) ইভেন্ট থেকে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবলের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়। মন্ত্রী আরও জানান, দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং কেন্দ্রটি সুষ্ঠু ও নিরাপদে পরিচালনার জন্য আনুমানিক ২ হাজার ৫৩৫ জন জনবল প্রয়োজন হবে। উক্ত জনবলের এক হাজার ৪২৪ জনকে জেনারেল কন্ট্রাক্ট-এর অধীনে ২০১৬ সালের শেষ নাগাদ থেকে ২০২২ পর্যন্ত বিভিন্ন সময়ে জব পজিশন এবং জব ফাংশনের ভিত্তিতে আন্তর্জাতিক মানদ-ের নিরিখে বিভিন্ন মেয়াদে ঠিকাদারের সহায়তায় প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, আর্থসামাজিক উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিদ্যুত উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১১ সালের ২ নবেম্বর রাশান ফেডারেশনের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি সাক্ষর করে।
×