ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ভবনে প্রথম জানাজা

এম আলমগীর খানের দাফন সম্পন্ন ॥ আজ কুলখানি

প্রকাশিত: ০৬:০২, ২৭ জানুয়ারি ২০১৭

এম আলমগীর খানের দাফন সম্পন্ন ॥ আজ কুলখানি

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের কর্মস্থল জনকণ্ঠ ভবনেই গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক এম আলমগীর খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রাজারবাগের গ্লোব নিবাসের নিজ বাসায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। দুপুরে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এম এ খান মাসুদ), জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের উর্ধতন নির্বাহী পরিচালক মাহবুবুর রহমানসহ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিকগণ। মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বনানীর পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশের সামনে। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর রাজারবাগের নিজ বাসভবন গ্লোব নিবাসের সামনে। এরপর আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সী এম আলমগীর খান ইন্তেকাল করেন। মরহুম এম আলমগীর খান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক ছিলেন। পরবর্তীতে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক হিসেবে আমৃত্যু কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
×