ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটি নিয়ে হতাশ হলেও লাভ-লোকসান হিসাব বিএনপির

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ জানুয়ারি ২০১৭

সার্চ কমিটি নিয়ে হতাশ হলেও লাভ-লোকসান হিসাব বিএনপির

শরীফুল ইসলাম ॥ নতুন নির্বাচন কমিশনের উপযুক্ত নাম বাছাইয়ের জন্য গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপি হতাশ। এ কমিটিকে প্রত্যাখ্যান করবে না তারা কি করে দেখবে এ নিয়ে দলে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ভেতরে ভেতরে আলোচনা চলছে। সূত্র মতে, বিএনপি হাইকমান্ড মনে করেছিল সার্চ কমিটি গঠনের আগে হয়ত রাষ্ট্রপতি যেসব দলের সঙ্গে সংলাপ করেছেন আবারও তাদের মতামত নেবেন অথবা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার ব্যবস্থা করে দেবেন। কিন্তু তা না করেই হঠাৎ সার্চ কমিটি গঠন করায় বিএনপি চরম ক্ষুব্ধ হয়। আর এ ক্ষোভের বহির্প্রকাশ ঘটে সার্চ কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রত্যাখ্যানের কথা বলা এবং পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ কমিটিকে আওয়ামী লীগের পছন্দের কমিটি বলার মধ্য দিয়ে। তাদের এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া হয়। এ পরিস্থিতিতে বুধবার রাতে গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। এ সময় তিনি দলের নেতাদের বিচ্ছিন্নভাবে বক্তব্য দিয়ে দলকে বিভ্রান্ত না করার নির্দেশ দেন। এ কারণে বৃহস্পতিবার সার্চ কমিটি নিয়ে বিএনপির সিনিয়র নেতারা আগের মতো প্রতিক্রিয়া দেননি। জানা যায়, বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার সময় (১২ পৃষ্ঠা ৪ কঃ দেখুন)
×