ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপিরই ক্ষতি হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ জানুয়ারি ২০১৭

সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপিরই ক্ষতি হবে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসি নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপিরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি সকলের সঙ্গে আলোচনা করেছেন এবং ছয়জন নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে এই সার্চ কমিটি গঠন করেছেন। আমি মনে করি, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির বিরোধিতা করা বিএনপির উচিত হয়নি। এই কমিটির প্রস্তাব থেকে অনধিক পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন, তাদের অধীনেই বিএনপি আগামী নির্বাচনে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্টদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। কাজেই এভাবে ত্বরিত গতিতে মন্তব্য করা বিএনপির ঠিক হয়নি। প্রসঙ্গত, নতুন ইসি গঠনে আওয়ামী লীগ-বিএনপিসহ সক্রিয় অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর রাষ্ট্রপতি বুধবার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। এই কমিটির সদস্যদের সরকারের পছন্দের লোক আখ্যায়িত করে ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মাধ্যমে গ্রহণযোগ্য ইসি গঠন নিয়ে সংশয় প্রকাশ করেন। তোফায়েল আহমেদ বলেন, আমরা যেটাই করি, সেটারই বিরোধিতা করে বিএনপি। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে বিএনপি সন্তুষ্ট হয়েছিল এবং রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়েছিল। ইতোমধ্যে রাষ্ট্রপতি সকলের সঙ্গে আলোচনা করেছেন এবং ছয়জন নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে এই সার্চ কমিটি গঠন করেছেন। তিনি বলেন, এটাকে বিতর্কিত করলে ক্ষতিটা কিন্তু শেষ পর্যন্ত বিএনপিরই হবে। কারণ পরবর্তীকালে দেখা যাবে দলটি যেটাকে বিতর্কিত করেছেন তার কার্যকলাপের অধীনেই তারা নির্বাচনে গেছে। তিনি বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি যে প্রতিক্রিয়া ত্বরিত গতিতে দিয়েছে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা ঠিক হয়নি। কারণ রাষ্ট্রপতি যেটাই করবেন সেটাকেই তারা বিরোধিতা করবে। বরং একটা কাজ করা যেতে পারত-বিএনপি সার্চ কমিটির একটা লিস্ট দিত সেটা যদি রাষ্ট্রপতি করতেন তাহলে হয়ত তারা খুশি হতেন। কিন্তু সেটা তো বাস্তবসম্মত না। আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায় বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, তাও ঠিক নয় বলে দাবি করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ৫ জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে বিএনপি চেয়ারপার্সনের সাড়া না দেয়ার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী গিয়েছিলেন তিনি দরজা বন্ধ করে দিয়েছেন। দরজা বন্ধ করা, আমাদের আহ্বানে সাড়া না দেয়া, নির্বাচনে অংশগ্রহণ না করা এটাতে বিএনপির যে কত ক্ষতি হয়েছে এটা আজকে প্রকাশ না করলেও সেটা মর্মে মর্মে তারা উপলব্ধি করে। আগামী নির্বাচন নিয়ে বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচন না করলে তাদেরই ক্ষতি হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, নির্বাচনকে বিতর্কিত করে, সেই বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করা কি তাদের ঠিক হবে?
×