ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলিয়ান ক্লাব চাপেকোয়ন্স ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচ, রিও ডি জেনিরোতে কলম্বিয়ার হার

মানবতার ম্যাচে ব্রাজিলের জয়

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ জানুয়ারি ২০১৭

মানবতার ম্যাচে ব্রাজিলের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মানবতার জন্য আয়োজিত ম্যাচে শেষ হাসি হেসেছে ব্রাজিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অতিথি কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ম্যাচে সেলেসাওদের হয়ে জয়সূচক গোলটি করেন পালমেইরাস মিডফিল্ডার দুদু। কোচ টিটের অধীনে এ নিয়ে টানা সাত ম্যাচ জিতল ব্রাজিল। গত বছরের নবেম্বরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সব হারিয়েছে ব্রাজিলের ক্লাব চাপেকোয়েন্স। খেলোয়াড়, কর্মকর্তা, কোচিং স্টাফ মিলে ওই দুর্ঘটনায় মারা যায় ৭১ জন। ২২ জন ফুটবলারের মাঝে বেঁচে ফেরেন মাত্র তিনজন। সে ঘটনায় বেঁচে ফেরাদের সাহায্যের জন্যই আয়োজিত হয় ম্যাচটি। আসলে ম্যাচে জয় হয়েছে মানবতার। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই ম্যাচে দর্শকসংখ্যা আশানুরূপ ছিল না। অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত ছিল মাত্র ১৮ হাজার ৬৯৫ জন দর্শক। তবে খেলোয়াড় ও সমর্থকদের জন্য ম্যাচটি ছিল অনেক আবেগের। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিন ফুটবলার ডিফেন্ডার নেটো, আলান রুসকেল ও গোলরক্ষক জ্যাকসন ফোলমান ও রেডিও ধারাভাষ্যকার রাফায়েল হেনজেলকে ম্যাচের আগে পরিচয় করিয়ে দেয়া হয়। এক পা হারানো গোলরক্ষক ফোলমান হুইলচেয়ারে করে মাঠে আসেন। অন্য দুই খেলোয়াড় অনুশীলনে ফিরেছেন। হেনজেল এই ম্যাচে ও গ্লোবো টেলিভিশনের হয়ে ধারাভাষ্য দেন। দুই দলই দেশের বিভিন্ন দলে খেলা খেলোয়াড়দের নিয়ে দল সাজায়। ছিলেন না তাই বার্সিলোনার ফরোয়ার্ড নেইমার ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জেমস রড্রিগুয়েজের মতো তারকারা। গত ২৮ নবেম্বর কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে কলম্বিয়ার পথে থাকা ব্রাজিলের ক্লাব চাপেকোয়েন্সের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমান বিধ্বস্ত হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিক ব্রাজিল। প্রথমার্ধেই গোলের বেশ কয়েকটি সুযোগ পায় টিটের দল। তবে গোল করতে পারেনি রবিনহো-দুদুরা। তবে বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় ব্রাজিল। ৪৭ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ব্রাজিল। দিয়াগো সুজার বাড়িয়ে দেয়া বলে পা লাগান লুকাস লিমা। বল কলম্বিয়ার গোলরক্ষক গঞ্জালেসের শরীরে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেড করে বল জলে পাঠান দুদু। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচটি খেলেছেন ব্রাজিলিয়ান তারকা রবিনহো। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তারকা এই ফরোয়ার্ড আবেগাল্লুত কণ্ঠে বলেন, আমরা আমাদের ভাইদের হারিয়েছি। এরচেয়ে কষ্টের আর কি আছে। পরিবারগুলোর কষ্ট আরও বেশি। তাদের জন্য কিছু করতে পেরে ভাল লাগছে। গোলরক্ষক জ্যাকসন ফোলমান তো কেঁদেই ফেলেন। তিনি বলেন, সে যে কি দুর্বিষহ অবস্থা। ভাষায় প্রকাশ করার নয়। ঈশ্বর আমার ভাইদের নিয়ে গেছেন, তাদের হারানোর কষ্ট কোনদিন ভুলতে পারব না। মাঝে মাঝে মনে হয়, ওদের সঙ্গে আমিও চলে যেতাম।
×