ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বরূপে ফিরলেন সুইস কিংবদন্তি ফেদেরার

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ জানুয়ারি ২০১৭

স্বরূপে ফিরলেন সুইস কিংবদন্তি ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলেন রজার ফেদেরার। বৃহস্পতিবার দীর্ঘ লড়াইয়ের পর স্টানিসøাস ওয়ারিঙ্কাকে হারিয়ে মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালের টিকেট নিশ্চিত করলেন সুইজারল্যান্ডের জীবন্ত এই কিংবদন্তি। মেলবোর্নের সেমিফাইনালে এদিন তিনি ৩ ঘণ্টা ৫ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ৪৩ বছরের মধ্যে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে ফাইনালে জায়গা করে নেন। সেমিফাইনালে রজার ফেদেরার ৭-৫, ৬-৩, ১-৬, ৪-৬ এবং ৬-৩ গেমে হারান স্বদেশী ওয়ারিঙ্কাকে। তার সামনে এখন রেকর্ড ১৮ গ্র্যান্ডসøাম জয়ের হাতছানি। বাঁ হাঁটুর চোটের কারণে ছয় মাস কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন রজার ফেদেরার। তখনই অনেকে ভেবেছিলেন ফুরিয়ে গেছেন তিনি। এরপরই জিতেন ২০১২ সালের উইম্বলডন। সেটাই ছিল তার সর্বশেষ কোন গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ। এরপরও চোট আর ফর্মহীনতায় ভুগতে থাকা ফেদেরার ২০১৫ সালে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নেন। প্রায় এক বছর পর আরও একটি ফাইনালের মঞ্চে ফেড এক্সপ্রেস। অস্ট্রেলিয়ার কেন রোজওয়ালের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডসøামের ফাইনালে উঠলেন ৩৫ বছর বয়সী রজার ফেদেরার। ১৯৭৪ সালে রোজওয়াল ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন ৩৯ বছর বয়সে। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন রজার ফেদেরার। যার চারটি জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। ক্যারিয়ারে পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন নিজের শোকেসে তুলার লক্ষ্য নিয়ে আগামী রবিবার কোর্টে নামবেন সপ্তদশ বাছাই ফেদেরার। সেখানে কে হবে তার প্রতিপক্ষ? তা নিশ্চিত হয়ে যাবে আজই। কেননা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে যে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল মুখোমুখি হবেন গ্রিগর দিমিত্রোভের। নাদাল তার ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ডসøাম জিতেছেন। ফেদেরারের সবচেয়ে কঠিনততম প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচিত হচ্ছেন তিনি। পেশাদার ক্যারিয়ারে অসংখ্য রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছেন টেনিসপ্রেমীদের। এবার ধারণা করা হচ্ছে আরও একটি নাদাল-ফেদেরার দ্বৈরথের লড়াই। ক্যারিয়ারের গোধূলি বেলায় ফাইনালে জায়গা করে নিয়ে ফেদেরার অবশ্য সফল। এখন অপেক্ষা নাদালের। পারবেন কি স্প্যানিশ এই টেনিস তারকা? তা বলবে সময়। তবে ফেদেরার ফাইনালের টিকেট কেটেই দারুণ রোমাঞ্চিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই অনুভূতিটা বিস্ময়কর। চমৎকার ব্যাপার। আমি সত্যিই খুব আনন্দিত।’
×