ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচে ভারত পরাজিত ৭ উইকেটে

জয় দিয়ে টি২০ সিরিজ শুরু ইংলিশদের

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ জানুয়ারি ২০১৭

জয় দিয়ে টি২০ সিরিজ শুরু ইংলিশদের

স্পোর্টস রিপোর্টার ॥ কানপুরে অনুষ্ঠিত প্রথম টি২০ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল স্বাগতিক ভারত। আগে ব্যাট করে বৃহস্পতিবার রাতে ৭ উইকেটে ১৪৭ রান তুলেছিল ভারত। জবাবে অধিনায়ক ইয়ন মরগানের অর্ধশতকে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে জয় নিশ্চিত করে ইংলিশরা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল দারুণ শুরু এনে দিয়েছিলেন। রাহুল ৮ রানে ফিরে যাওয়ার পর থেকেই রানের গতি কমতে শুরু করে। কোহলিও ২৬ বলে ৪ চারে ২৯ রান করে বিদায় নেন। এরপর ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তবে এরমধ্যেই লড়াই চালিয়ে গেছেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। রায়না ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৪ এবং ধোনি ২৭ বলে ৩ চারে হার না মানা ৩৬ রান করেন। ৭ উইকেটে ১৪৭ রানের লড়াকু এক সংগ্রহ পেয়ে যায় ভারত। অফস্পিনার মঈন আলী ২১ রানে নেন ২ উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন জেসন রয় ও স্যাম বিলিংস। মাত্র ২০ বলে ৪২ রানের উদ্বোধনী জুটি আসে। লেগস্পিনার যুবেন্দ্র চাহাল ইনিংসের চতুর্থ ওভারে এসে জোড়া আঘাতে ফিরিয়ে দেন রয় (১১ বলে ২ ছয়ে ১৯) ও বিলিংসকে (১০ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২)। তবে এতে কোন প্রভাব পড়েনি ইংল্যান্ড ইনিংসে। তৃতীয় উইকেটে জো রুট ও মরগান ঝড় তোলেন। তারা ৬৯ বলে ৮৩ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। মরগান ক্যারিয়ারের অষ্টম ফিফটি হাঁকিয়ে পারভেজ রসুলের বলে সাজঘরে ফিরলে জুটি ভাঙ্গে। মরগান ৩৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন। বাকি পথটা পাড়ি দেয়ার ক্ষেত্রে রুটের ৪৬ বলে ৪ চারে ৪৬ রানের অপরাজিত ইনিংসটাই যথেষ্ট ছিল। ১১ বল হাতে রেখেই ৩ উইকেটে প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয় ইংলিশরা। স্কোর ॥ ভারত ইনিংস- ১৪৭/৭; ২০ ওভার (ধোনি ৩৬*, রায়না ৩৪, কোহলি ২৯, মঈন ২/২১)। ইংল্যান্ড ইনিংস- ১৪৮/৩; ১৮.১ ওভার (মরগান ৫১, রুট ৪৬*, বিলিংস ২২; চাহাল ২/২৭)। ফল ॥ ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী। সিরিজ ॥ ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।
×