ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট হায়দরাবাদেই

প্রকাশিত: ০৫:৩২, ২৭ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট হায়দরাবাদেই

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। এ টেস্টের ভেন্যু হায়দরাবাদেই রাখা ছিল। কিন্তু হঠাৎ করেই যেন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে, নাকি কলকাতার ইডেন গার্ডেনে, এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। বিশেষ করে কলকাতার গণমাধ্যমগুলো ইডেনেই হতে পারে টেস্টটি, এরকম রিপোর্টও করে। কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে, হায়দরাবাদেই হবে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচটি। বৃহস্পতিবার কলকাতার বিখ্যাত সংবাদপত্র আনন্দবাজার একটি রিপোর্ট করে। সেখানে তারা ইঙ্গিত দেয়, আকস্মিক ভারত-বাংলাদেশ টেস্টের যে সম্ভাবনা দেখা দিয়েছে ইডেনে, সেই টেস্ট নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে সিএবি (ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গল)। হায়দরাবাদে একমাত্র টেস্টটি হওয়ার কথা থাকলেও আয়োজক সংস্থায় যা অচলাবস্থা চলছে, তাতে তারা এই টেস্ট আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। বোর্ডসূত্রের খবর ইডেনকেই বিকল্প ভেনু হিসেবে তৈরি থাকতে বলা হয়েছে। সিএবি’র কাছেও বুধবার পর্যন্ত তেমনই খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নাকি কলকাতাতেই ম্যাচটা খেলতে চায়। শুধু একটা টেস্ট নয়, ভারতে তারা একটা দু’দিনের প্র্যাকটিস ম্যাচও খেলবে। ইডেনে টেস্ট হলে প্র্যাকটিস ম্যাচও হবে কলকাতায়। সেটা সম্ভবত হবে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যদিও এখনও টেস্টের সবুজ সঙ্কেত দেয়নি বোর্ড। তবে দু’একদিনের মধ্যেই তা এসে যাবে বলে সিএবি কর্তাদের ধারণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক জানান, ‘আমি তো জানি বাংলাদেশ-ভারত টেস্ট হায়দরাবাদেই হবে। যতদূর জানি, এ নিয়ে অনানুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েও দিয়েছে বিসিসিআই। যে খবরগুলো আসছে, তা সত্য নয়। বিসিবি দ্রুতই ভেন্যু নিয়ে নিশ্চিত কিছু জানিয়ে দেবে।’ বাংলাদেশ ২০০০ সালে টেস্ট আঙ্গিনায় পা দেয়। সেই থেকে ১৬ বছর হয়ে গেছে। টেস্ট ক্রিকেটে ১৭ বছরে পা দিয়ে সবচেয়ে বড় সাফল্যই মিলছে। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। যেটি বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক’ টেস্ট ম্যাচেই রূপ নিচ্ছে। সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচটি ইডেন গার্ডেনে হোক, সেটি বিসিবিও চেয়েছিল। বিসিবির পরিচালক জানালেন, ‘আমরা শুরুতে চেয়েছিলাম ইডেন গার্ডেনেই হোক।’ কিন্তু বিসিসিআই ম্যাচটি হায়দরাবাদেই দিয়েছে। এখন হায়দরাবাদেই হবে টেস্ট ম্যাচটি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কয়েকদিন আগে বলেছিলেন, ‘এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তনের কোন খবর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে পাইনি।’ ইডেন গার্ডেনে টেস্টটি হবে, এমন আলোচনায় কয়েকদিন আগে ঘি ঢেলেছিলেন খোদ সিএবি’র সভাপতি, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বলেছিলেন, ‘স্ট্যান্ডবাই হিসেবে ইডেন গার্ডেন প্রস্তুত আছে এমন কোন ধারণা আমার নেই। যদি শেষ মুহূর্তে এমন কোন প্রস্তাব আসে, তাহলে আমরা ম্যাচ আয়োজন করতে পারব না।’ বাংলাদেশকে বরণ করে নিতে প্রস্তুতও হায়দরাবাদ। হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে জোহন মনোজ গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, ‘রেকর্ড বলছে হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশন (এইচসিএ) কখনও টেস্ট আয়োজক হতে পিছপা হয় না। আমরা টেন্ডার নোটিস ইস্যু করেছি। কয়েকদিনের মধ্যে টিসিএমের (টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মিডিয়া) সঙ্গে একটা চুক্তিও করব। আমি জানি না, কে এই গুজব ছড়িয়েছে।’
×