ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সতীর্থের ডোপপাপে স্বর্ণপদক হারালেন বোল্ট

প্রকাশিত: ০৫:৩১, ২৭ জানুয়ারি ২০১৭

সতীর্থের ডোপপাপে স্বর্ণপদক হারালেন বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের শুরু থেকে অপ্রতিরোধ্য। কেউ ছুঁতে পারেননি উসাইন বোল্টকে। সর্বকালের সবচেয়ে গতিধর এ তারকা স্প্রিন্টার তিন অলিম্পিকে ট্রেবল জয়ের অভূতপূর্ব এক নজির সৃষ্টি করে হয়ে গেছেন কিংবদন্তি। তবে অপ্রতিরোধ্য বোল্টের অর্জনে একটি কালির দাগ পড়ল। সেটাও সতীর্থ স্প্রিন্টারের ডোপপাপের কারণে। ২০০৮ বেজিং অলিম্পিকের ৪ী১০০ মিটার রিলের স্বর্ণপদক বোল্টের অর্জন থেকে কাটা পড়েছে। কারণ বোল্টের সতীর্থ নেস্তা কার্টার সম্প্রতিই ড্রাগ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। এ কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চ্যাম্পিয়ন জ্যামাইকা দলের অর্জিত স্বর্ণপদক বাতিল করেছে। ফলে অলিম্পিকে জেতা ৯ স্বর্ণপদক থেকে এখন কমে ৮ স্বর্ণপদক হলো তার। ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন বোল্ট। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর বিশ্বচ্যাম্পিয়নশিপসে অংশ নিয়েই ট্র্যাক এ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবেন তিনি। বেজিং, লন্ডনের পর রিও ডি জেনিরো অলিম্পিকেও অপ্রতিরোধ্য বোল্ট তিনটি স্বর্ণপদকই জিতেছেন। একটি করে দলগত ৪ী১০০ মিটার রিলে এবং বাকি দুটি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে। প্রতি অলিম্পিকে তারজন্য বড় চ্যালেঞ্জ হয়ে যারা এসেছেন চূড়ান্ত লড়াইয়ে ঠিকই হেরে গেছেন। এ কারণেই বিশ্বরেকর্ডও হয়েছে তার। দীর্ঘ ক্যারিয়ারে বিন্দুমাত্র সমালোচনা ছোঁয়নি বোল্টকে। অথচ অনেক স্প্রিন্টার, ট্র্যাক এ্যান্ড ফিল্ডে বোল্টের সতীর্থ অনেকেই বিভিন্ন সময়ে ডোপপাপের ছোবলে ধরা খেয়েছেন, শাস্তি পেয়েছেন। বোল্টকে কোন পাপ ছুঁতে পারেনি। বিধাতার আশীর্বাদে নিজের সামর্থ্য ও যোগ্যতায় সব কলুষতাকে পেছনে ফেলে তিনি অপরাজেয় থেকে সব সাফল্য নিজের করে নিয়েছেন।
×