ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিতে সেল্টা ভিগো

প্রকাশিত: ০৫:২৯, ২৭ জানুয়ারি ২০১৭

রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিতে সেল্টা ভিগো

স্পোর্টস রিপোর্টার ॥ উড়তে থাকা রিয়াল মাদ্রিদের অবস্থান এখন আকাশ থেকে পাতালে। টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর আচমকাই দলটি খেই হারিয়ে ফেলেছে। একের পর এক ম্যাচে হতাশা উপহার দিচ্ছে সমর্থকদের। এরই ধারাবাহিকতায় এবার স্প্যানিশ কোপা ডেল’ রে ফুটবল থেকে বিদায়ঘণ্টা বেজেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। বুধবার রাতে আসরের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর মাঠে কোনরকমে ২-২ গোলে ড্র করে চোটজর্জরিত রিয়াল। আর এতেই দুই লেগ মিলিয়ে সেল্টার কাছে ৪-৩ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল। শেষ আটের প্রথম লেগে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছিল সেল্টা। ফলে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেল্টা ভিগো। শেষচারের টিকেট পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদও। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এইবারের মাঠে ২-২ গোলে ড্র করে দিয়াগো সিমিওনের দল। কিন্তু প্রথম লেগে গ্রিজম্যান, জুয়ানফ্রানরা জিতেছিলেন ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে এ্যাটলেটিকোর জয় ৫-২ গোলে। এবারের মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জয়ের স্বপ্ন বুনছিল রিয়াল। কিন্তু কোপা ডেল’ রে থেকে বিদায় নেয়ায় সেটা আর পূর্ণতা পাচ্ছে না। বাঁচামরার এ ম্যাচে রিয়ালের ছন্দে ছিলেন না কেউই। না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, না করিম বেনজামা। শুরু থেকেই ঢিলেঢালাভাবে শুরু করা রিয়ালের রক্ষণভাগ বেশ কবার কাঁপিয়ে দেয় স্বাগতিক সেল্টা। গুইডেট্টি আর এ্যাসপাসরা ইস্কো-ক্যাসিমারোদের তুলনায় ভাল খেলেন। ফলটাও প্রথমার্ধেই পেয়ে যায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে ডানিলোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেল্টা। গোল খেয়ে পিছিয়ে পড়া রিয়াল দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভাল খেলে। ৬২ মিনিটে রিয়ালের হয়ে গোল পরিশোধ করেন রোনাল্ডো। ২৫ গজ দূর থেকে নেয়া সি আর সেভেনের অসাধারণ ফ্রিকিক আশ্রয় নেয় সেল্টার জালে। মিনিট পাঁচেক পরেই এগিয়ে যেতে পারত রিয়াল। কিন্তু অধিনায়ক সার্জিও রামোসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৫ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সেল্টার ড্যানিয়েল ওয়াস। এই গোল হজমের পর রিয়ালের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ম্যাচের শেষ মিনিটে লুকাস ভারকুয়েজ গোল করে রিয়ালকে সমতায় ফেরান। সেমিতে যেতে হলে এরপর আরও অন্তত দুই গোল করা দরকার ছিল রিয়ালের। কিন্তু দুই গোল দূরে থাক, আর একটি গোলও পায়নি তারা। ফলে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বাজে জিনেদিন জিদানের দলের। রিয়ালের বিদায়ের অন্যতম কারণ ইনজুরি। গ্যারেথ বেল চোটের কারণে অনেকদিন থেকেই দলের বাইরে। পরশুও নিয়মিত একাদশের বাইরে ছিলেন নিয়মিত চার খেলোয়াড় মার্সেলো, রাফায়ে ভারানে, ড্যানিয়েল কারভাহাল ও লুকা মডরিচ। পেপে, জেমস রড্রিগুয়েজও চোটের কারণে খেলতে পারেননি। তবে এসব অজুহাত হিসেবে দেখাচ্ছেন না রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করা ভারকুয়েজ। তিনি বলেন, আমরা পুরো মৌসুমই যে খেলোয়াড়দের পেয়েছি তাদের নিয়েই খেলেছি। তাই চোট ভূমিকা রেখেছে এটা বললে সেটা সুবিধাবাদীর মতো শোনাবে। ট্রেবলের আশা হারিয়ে ফেলা রিয়াল কোচ জিনেদিন জিদান এখন নজর দিচ্ছেন অন্য দুই শিরোপাতে। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের আরও দুটি টুর্নামেন্ট বাকি আছে। আমরা সেগুলোর জন্য শেষ পর্যন্ত লড়ব। আমাদের এখন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে ভাবতে হবে। কারোরই হারতে ভাল লাগে না, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। ফরাসী কিংবদন্তি আরও বলেন, সবচেয়ে কষ্টের হচ্ছে, ম্যাচে আমরা ভাল খেলেছি। যখন আপনি বাজে খেলবেন এবং পরের ধাপে যাওয়ার যোগ্য হবেন না, তখন আপনি দায়ভার নিতে পারেন। কিন্তু কাউকে দোষ দেয়ার নেই। জিজু বলেন, নিজেদের উজাড় করে দিয়ে আমরা গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলেছি। আমরা সবসময় জয়ের জন্য ছুটেছি। দুঃখটা হলো, যেটা আমরা আশা করেছিলাম, সেটা অর্জন করতে পারিনি। অবশ্যই হতাশ, ছেলেদের জন্য হতাশা বেশি। তবে এ নিয়ে আমি চিন্তিত নই, ক্ষুব্ধও নই। ফুটবল এমনই, আমাদের এগিয়ে যেতে হবে।
×