ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার বোঝা ঝেড়ে ফেলতে চান তামিম

প্রকাশিত: ০৫:২৭, ২৭ জানুয়ারি ২০১৭

ব্যর্থতার বোঝা ঝেড়ে ফেলতে চান তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফর শেষে বুধবার দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রাত পৌনে এগারোটায় বিমানবন্দরে পা রাখে। বিমানবন্দরে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেয়া তামিম ইকবাল সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, ব্যর্থতা নিয়ে বসে থাকতে রাজি নন। এ ব্যর্থতা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান। নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বাংলাদেশ দল। তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে। একটি ম্যাচেও জিততে পারেনি। শুধুই হার হয়েছে। হারের বোঝা নিয়ে দেশে ফিরেছে দল। সামনে এবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে সেই টেস্টটি শুরু হবে। এ টেস্টের দিকেই এখন তাকাতে চান তামিম। হাতে বেশি সময়ও নাই। ১৩দিন আছে। আবার হায়দরাবাদে টেস্ট শুরুর আগে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচও আছে। তাই টেস্ট দলে থাকা ক্রিকেটাররা ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এরপর আবার প্রস্তুতিতে নেমে পড়তে হবে। তামিম জানান, ‘আমাদের জন্য খুব একটা ভাল সিরিজ (নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ) যায়নি। আমরা কোন ম্যাচ জিততে পারিনি। এটা নিয়ে এভাবে পড়ে থাকলে চলবে না। দুই সপ্তাহের মধ্যে আবার ভারতের সঙ্গে খেলা শুরু হবে। তারপর বড় একটা সিরিজ আছে শ্রীলঙ্কায়। নিউজিল্যান্ড সিরিজে আমরা কোন কোন জায়গায় ভুল করেছি, ভারত সিরিজের আগে তা নিয়ে যখন বসব, চেষ্টা করব কারণ খুঁজে বের করার। পুনরায় যাতে সে ভুলগুলো না হয়, সে চেষ্টা করব। নিউজিল্যান্ড সিরিজের কথা ভেবে পুরোটা সময় পড়ে থাকলে আমাদের জন্য ভাল হবে না।’ মঙ্গলবার থেকেই ভারতের বিপক্ষে একটি টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা প্রস্তুতিতে নামবেন। মূলত ফিটনেস নিয়েই কাজ হবে। ফিটনেস টেস্ট হবে। কার ফিটনেস কি অবস্থায় আছে, তা দেখা হবে। বৃহস্পতিবারই আবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। প্রাথমিক দলে আছেন ৩০ ক্রিকেটার। আব্দুল মজিদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মেহেদী মারুফ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তানভীর হায়দার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইবাদত হোসেন আছেন। মঙ্গলবার মূলত ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটির জন্য প্রস্তুতিতে নামবেন ক্রিকেটাররা। সেখানে স্বাভাবিকভাবেই মাশরাফি থাকছেন না। কারণ তিনিতো আর টেস্ট খেলবেন না। বাকিরা টেস্ট দলের জন্য বিবেচনায় থাকছেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা ক্রিকেটাররাই প্রাধান্য পাবেন চূড়ান্ত দলে। তা বোঝাই যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খারাপ করার পর তামিম নিজের ওপর দোষ নিয়েছিলেন। ভুল স্বীকার করেছিলেন। দেশের নবম টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেন তামিম। মুশফিকুর রহীম ইনজুরিতে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ায় তামিম অধিনায়ক থাকেন। নেতৃত্বের শুরুটা হয় বাজে। ম্যাচটি চারদিনে শেষ হয়। তবে একদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় হিসেব মতে তিনদিনেই খেলা শেষ হয়। নিজেও আবার বাজে খেলেছিলেন। তামিম তাই বলেছিলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমি যেভাবে আউট হয়েছি সেটি একেবারেই রাবিশ। আমার উচিত ছিল বাজে বলের জন্য অপেক্ষা করা। আমি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছি। কারণ অধিনায়ক শুধু নামে নয়, অনেক সময় ব্যাটিং দিয়েও সামনে থেকে নেতৃত্ব দিতে হয়।’ ব্যর্থতার জন্য ক্ষমাও চেয়েছিলেন তামিম। দলের এমন ব্যর্থতায় সবাই হতাশ ছিলেন। তামিমও ছিলেন হতাশ। ওপেনার তাই বলেছিলেন, ‘পরাজয়ের পুরো দায়ভার আমার। এরজন্য আমি ক্ষমা প্রার্থী। গোটা সফরে আমরা যা করেছি এটিও তার আরেকটা পুনরাবৃত্তি। আমাদের আবার একটি সুন্দর মুহূর্ত ছিল যেটার শেষটা আমরা ভাল করতে পারিনি। সবসময় আমরা একটি ভাল পরিস্থিতিতে আসি। সেখান থেকে হেরে যাই।’ তিনি আরও যোগ করেছিলেন, ‘কিছু আউট ছিল যেগুলো আমরা আরও ভালভাবে সামাল দিতে পারতাম। সিনিয়র ক্রিকেটাররা আরও ভাল করতে পারতেন। সব মিলিয়ে আমরা আরেকটি ভাল সুযোগ নষ্ট করেছি। একটা ফলাফলে সিনিয়র ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকে। আমার কথা আমি বলি। নেতা হিসেবে আমি যদি কোন অপরাধ করি তা একটি ভাল বার্তা দেয় না। এরসঙ্গে আমি এটাও বিশ্বাস করি আমরা ক্রিকেট এগারজনে খেলি। সিনিয়র ক্রিকেটারদের যত দায়িত্ব জুনিয়রদেরও সমান দায়িত্ব। আমাদের কাছে সবাই বেশি আশা করে। আমরা সিনিয়ররা যদি ভাল দায়িত্ব পালন করতাম, জুনিয়ররা তা দেখে আরও সাহস পেতো। আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারিনি। আমার শট বা অন্যরা যেভাবে আউট হয়েছেন, আসলে আমরা নিজেরাই নিজেদের দোষে আউট হয়েছি। এই ফলাফল আমরা এগারজন মিলেই পরিবর্তন করতে পারতাম। কিন্তু পারিনি। যদি ভুল কম করতাম তাহলে অন্য ফল হতো।’ এখন এ ভুলগুলো শুধরে নিয়ে সামনের দিকে তাকাতে চান তামিম। ব্যর্থতা নিয়ে বসে থাকতে রাজি নন।
×