ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রকাশিত: ০৫:১৮, ২৭ জানুয়ারি ২০১৭

ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সার্কিট হাউস মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭। দুপুরে প্রধান অতিথি হিসেবে এ মেলায় উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। খুলনা জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যন শেখ হারুনুর রশিদ এবং পরিবেশ অধিদফতরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গিয়াস উদ্দিন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং মেলায় স্টল রয়েছে ৮২টি।
×