ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে অপহৃত শিশু শরীয়তপুরে উদ্ধার ॥ গ্রেফতার ৬

প্রকাশিত: ০৫:০৮, ২৭ জানুয়ারি ২০১৭

কেরানীগঞ্জে অপহৃত  শিশু শরীয়তপুরে  উদ্ধার ॥ গ্রেফতার ৬

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল থেকে অপহৃত শিহাব নামে সাড়ে ৪ বছরের এক শিশুকে বুধবার গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া থেকে উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় ৬ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ৭ জানুয়ারি সকালে বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরদিন এ ঘটনায় শিশুটির বাবা জামাল বেপারি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। প্রথমে ঘটনটি নিখোঁজ বলে ভাবা হলে ১৬ জানুয়ারি মুঠোফোনে শিশুটির মায়ের কাছে ১ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এতে শিশুটি অপহৃত হয়েছে বলে জানা যায় এবং নিখোঁজ জিডিটি অপহরণ মামলায় রূপ নেয়। পরে শিশুটির পরিবার বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৪৫ হাজার টাকা অপহরণকারীদের দেয়া মোবাইল নাম্বারে পাঠিয়ে দেয়। পুলিশ জানান, যে নাম্বারে বিকাশ করে মুক্তিপণ দেয়া হয়েছিল তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় সেটা ডলি নামে এক মহিলার নামে রয়েছে। রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতারের পর ওই মহিলার দেয়া তথ্য অনুযায়ী অপহরণের মূলহোতা আলমগীরকে মান্দাইল থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে, বুধবার গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া থানাধীন আনাখন্ড গ্রামে আলমগীরের নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আলমগীরের প্রথম স্ত্রীর হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় আলমগীরের স্ত্রী আসমা বেগম, তার ভাই জাকির শেখ, আওলাদ শেখ ও ইমরান শেখকে। মির্জাপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, অজ্ঞাত পরিচয়ের (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এএনবি ব্রিকসের দক্ষিণ পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান বলেন, অজ্ঞাত স্থানে হত্যার পর তাকে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার নাকে ও মুখে রক্ত এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
×