ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে ৫ খাদ্যগুদাম সিল

প্রকাশিত: ০৪:৫৪, ২৭ জানুয়ারি ২০১৭

রংপুরে ৫ খাদ্যগুদাম সিল

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৬ জানুয়ারি ॥ সদর উপজেলা খাদ্যগুদাম থেকে ১০৫ টন চাল কালোবাজারে বিক্রি এবং ৩০০ টন নিম্নমানের চাল ক্রয় করার অভিযোগ উঠেছে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান ও বিভাগীয় খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ কারণে বৃহস্পতিবার গুদামের পাঁচটি গোডাউন সিলগালা করে দিয়েছে দুদক। এতে ওই গুদাম থেকে সব ধরনের ধান-চাল লোড-আনলোড বন্ধ আছে। দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী দলের প্রধান আমিরুল ইসলাম জানান, গত বোরো মৌসুমে রংপুর সদর উপজেলা খাদ্যগুদামে দুই হাজার ৯২৫ টন চাল ক্রয় করার কথা ছিল। কিন্তু তা না করে মিলারদের ম্যানেজ করে দুই হাজার ৫২৫ টন চাল ক্রয় করা হয়েছে। আবার কাগজে-কলমে ২৯শ’ টন দেখানো হয়। বিষয়টি জানাজানি হলে রাতারাতি ৩০০ টন নিম্নমানের চাল ক্রয় করে কর্তৃপক্ষ। কিন্তু বাকি ১০০ টন চালের হিসাবে গড়মিল দেখা দেয়।
×