ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাগীব আলীর জালিয়াতি মামলার শুনানি ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৪:৫১, ২৭ জানুয়ারি ২০১৭

রাগীব আলীর জালিয়াতি মামলার শুনানি ১ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার শুনানি পিছিয়েছে। বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু ছুটিতে থাকায় মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মাহবুবুর রহমানের আদালতে শুনানির জন্য রাগীব আলীকে হাজির করা হয়। তবে ঐ আদালতে মামলার নথি না আসায় এবং আসামিপক্ষ তাদের প্রস্তুতির জন্য সময় চাইলে বিচারক শুনানি পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। গত বছরের ১৫ ডিসেম্বর আলোচিত এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মোট ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। পরবর্তীতে গত ১৭ জানুয়ারি ওই মামলায় রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্য দেন তারই মালিকানাধীন মালনিছড়া চা বাগানের সহকারী ম্যানেজার মাহমুদ হোসেন চৌধুরী ও আব্দুল মুনিম।
×