ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত: ০৪:৫১, ২৭ জানুয়ারি ২০১৭

বিষ প্রয়োগে মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৬ জানুয়ারি ॥ কচুয়ায় বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার বিতারা ইউনিয়নের লইয়ামেহের গ্রামে মাছ নিধনের এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের মমতাজ মিয়ার ছেলে মেহেদি হাসানের লিজ নেয়া পুকুরে সবার অগোচরে দুষ্কৃতকারীরা বুধবার রাতে মাছ চাষের পুকুরে বিষ ঢেলে দেয়। ওইদিন সকালে মাছের খাবার দিতে গিয়ে সব মাছ ভাসমান অবস্থায় দেখতে পান মাছচাষী। মৎস্যচাষী মেহেদি হাসান জানান, আমি দিঘীসহ ছয়টি পুকুরে ১৪ বছর সফলতার সাথে মাছ চাষ করে আসছি। আমি ব্যাংকের আর্র্থায়নে লিজকৃত মধু মাস্টারের বাড়ির পুকুরে দেশীয় বোয়াল, রুই, কাতল, মৃগেল তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির চাষের প্রায় ৫ লাখ টাকার মাছ বিষ দিয়ে নিধন করা হয়েছে।
×