ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:২৫, ২৭ জানুয়ারি ২০১৭

অন্যরকম

প্রথমবারের মতো ট্রেনে চড়ল আলেপ্পোবাসী যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পূর্ব আলেপ্পো নগরীর লোকজন চার বছর পর প্রথমবারের মতো আবার চালু হওয়া ট্রেনে চড়ে। শত শত লোক বৃহস্পতিবার ট্রেনটিতে চড়ে। এএফপির এক চিত্রগ্রাহক এ কথা জানান। চিত্রগ্রাহক বলেন, পূর্বাঞ্চলীয় এলাকার নারী, পরুষ ও শিশুরা ট্রেনটিতে চড়েছে। তারা ট্রেনটির জানালা দিয়ে আশপাশের পরিবেশ উপভোগ করেছে। সরকারী বাহিনী ডিসেম্বর মাসে এলাকাটি বিদ্রোহীদের কাছ থেকে পুনরুদ্ধার করে। চামড়ার জ্যাকেট পরা এক চালক জিবরিন স্টেশনের উপকণ্ঠ থেকে ট্রেনভর্তি যাত্রী নিয়ে বাগদাদে পৌঁছান। ধীরে ধীরে ট্রেনটি যাত্রী নিয়ে চলতে শুরু করে। বিস্মিত লোকজন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যেতে থাকে। তারা মোবাইলে ছবি তুলে রাখে। যাত্রীরা যে ট্রেনটিতে ওঠে সেটির সামনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ছবি টাঙানো ছিল। সিরিয়ার পরিবহনমন্ত্রী আলী হামোদ বলেন, দুটি স্টেশনের ট্রেন সার্ভিস পুনরায় চালুর মধ্য দিয়ে সিরিয়ান বীর সেনাদের বিজয় অর্জিত হলো। এতে নিরাপদে ফিরে যাওয়া ও পুরো শহরের স্থায়িত্ব নিশ্চিত হয়েছে। রেলওয়ে কোম্পানির প্রধান নাজিব ফেরিস ঘোষণা করেন, এখন থেকে প্রতিদিন চারটি করে ট্রেন জিবরিন ও বাগদাদের মধ্যে প্রতি ট্রেনে ছয় শ’ যাত্রী বহন করবে।
×