ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমিরাতের যুবরাজকে স্বাগত জানিয়ে প্রটোকল ভাঙলেন মোদি

প্রকাশিত: ০৪:২৪, ২৭ জানুয়ারি ২০১৭

আমিরাতের যুবরাজকে স্বাগত জানিয়ে প্রটোকল ভাঙলেন মোদি

সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বিমানবন্দরে স্বাগত জানাতে প্রটোকল ভেঙ্গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন আল নাহিয়ান। মঙ্গলবার তিনি ভারতে যান। বিমানবন্দরে আল নাহিয়ানকে স্বাগত জানিয়ে জড়িয়ে ধরেন মোদি। এটি দু’দেশের বাড়তে থাকা সম্পর্কের প্রতিফলন বলে বিশ্লেষকদের মত। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সাধারণত ভারতের সামরিক শক্তির প্রদর্শনী করা হয়। দেশটির ক্রমবর্ধমান সমর শক্তিতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ইসরাইলের অবদানও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার যুবরাজ আল নাহিয়ানের এ সফরে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে দু’দেশের মিত্রতা আরও দৃঢ় হবে। ২০১৫ সালের আগস্টে মোদির আরব আমিরাত সফরকালে দেশ দুটি রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসের ব্যবহার এবং সন্ত্রাসকে বৈধতা ও সমর্থন দিতে ধর্মের ব্যবহারের নিন্দা জানায়। সন্ত্রাসবিরোধী পদক্ষেপের ক্ষেত্রে দেশ দুটি সহযোগিতা নিবিড় করারও সিদ্ধান্ত নেয়। এছাড়া আরব আমিরাতে ২৬ লাখেরও বেশি প্রবাসী ভারতীয় আছেন। খবর দ্য ডনের। সবচেয়ে বিষাক্ত মাকড়সা! বিশ্বের সবচেয়ে বিষাক্ত কীট অস্ট্রেলিয়ার রেডব্যাক স্পাইডার। বিষাক্ত এই মাকড়সাটি লম্বায় মাত্র শূন্য দশমিক চার ইঞ্চি। প্রতিবার প্রায় ২৫০টি করে বছরে অন্তত ২-৩ বার ডিম পাড়ে। বিষাক্ত এই মাকড়সাটির প্রথম সন্ধান মেলে ১৮৭০ সালে। বর্তমানে অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ড ও বেলজিয়ামে এর দেখা মেলে। -অস্ট্রেলিয়ান জিওগ্রাফিক গণনা করতে জানে... মুরগিকে অনেকে বাকশক্তিহীন বলে মনে করেন। তাদের ধারণা, সুস্বাদু ডিম পাড়ার প্রতিভা ও মাংস দেয়ার চেয়েও কম বুদ্ধি এবং অন্য পাখিদের চেয়ে সামান্য বাকশক্তি রয়েছে এদের। বিশ্বের সবচেয়ে সাধারণ এ পাখিটি আসলে বুদ্ধিমান ও সংবেদনশীল। মুরগি গণনা,আত্মনিয়ন্ত্রণসহ আত্মসচেতনতার কিছু স্তর প্রদর্শন ও পরস্পরের সঙ্গে নিপুণভাবে কৌশলী আচরণ করতে সক্ষম। অস্ট্রেলিয়ার এ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের প্রতিবেদনে এ কথা উঠে এসেছে। -বিবিসি
×