ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের দেয়াল নির্মাণে কোন অর্থ দেবে না মেক্সিকো

প্রকাশিত: ০৪:২৪, ২৭ জানুয়ারি ২০১৭

ট্রাম্পের দেয়াল নির্মাণে কোন অর্থ দেবে না মেক্সিকো

মেক্সিকোর প্রেসিডেন্ট বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক বার্তায় বলেছেন, দেশের সীমান্তে ডোনাল্ড ট্রাম্পের দেয়াল নির্মাণে তার দেশ কোন অর্থ দেবে না। ট্রাম্প বুধবার দেয়াল নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিলে তিনি এ কথা বলেন। খবর বিবিসি অনলাইনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে দেয়াল তুলে দেয়াল বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন আগেই। তিনি বলেছেন এ দেয়াল নির্মাণের ব্যয় বহন করবে মেক্সিকো। প্রতিবছর কাজ বা সুন্দর জীবনের আশায় হাজার হাজার মেক্সিকান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দুঃখ প্রকাশ করে বলেছেন, দেয়াল নির্মাণে বিশ্বাস করে না মেক্সিকো। কিন্তু তিনি নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে ৩১ জানুয়ারি ওয়াশিংটন সফর বাতিল বা স্থগিত করবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, আমি বিভিন্ন সময় বলেছি, মেক্সিকো কোন দেয়াল নির্মাণে অর্থ দেবে না। তিনি বলেন, তার দেশের জন্য মর্যাদা দাবি করেন তিনি। পেনা নিয়েতো বলেন, যুক্তরাষ্ট্রের দেয়াল নির্মাণ কর্মসূচী অব্যাহত রাখার সিদ্ধান্তে আমি দুঃখ ও নিন্দা জানাচ্ছি। এ কর্মসূচীর ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে বিভক্ত করে রেখেছে আমাদের যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে ২ হাজার মাইল (৩ হাজার ২শ’ কিলোমিটার) সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে এর মধ্যেই। কিন্তু ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকা থেকে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের বাধা দেয়ার জন্য দেয়াল নির্মাণ প্রয়োজন। কিন্তু দেয়াল নির্মাণে অবৈধ অভিবাসন সত্যিকারভাবে শ্লথ হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
×