ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

প্রকাশিত: ০৪:২১, ২৭ জানুয়ারি ২০১৭

আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই র‌্যালির উদ্বোধন করেন। পরে র‌্যালিটি প্রেসক্লাব হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় এনবিআর ভবনে এসে শেষ হয়। কম খরচ ও দক্ষতার সঙ্গে সমন্বিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘তথ্য উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’। দিবসটি উপলক্ষে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআরের নতুন ভবনে আয়োজিত এক সেমিনারে চলতি বছরে রাজস্ব আদায়ে সহযোগিতা করায় ৫ প্রতিষ্ঠান ও ১৫ কর্মকর্তাকে ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট এ্যাওয়ার্ড’ প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্ণাঢ্য ওই র‌্যালিতে এনবিআর কর্মকর্তা ছাড়াও অংশ নেন এফবিসিসিআইর সভপতি মাতলুব আহমাদ, বিশিষ্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় খালেদ মাসুদ পাইলট। কাস্টমস দিবসের সেøাগান সংবলিত টি-শার্ট ও ক্যাপ পরিধান করায় র‌্যালিটি হয়ে উঠে দৃষ্টিনন্দন। এ সময় করদাতাদের হয়রানি ও তাদের সঙ্গে অসদাচরণ না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শপথ নেয়ার আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেছেন, আন্তর্জাতিক কাস্টমস দিবসে জাতীয় রাজস্ব বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর অঙ্গীকার হবেÑ দেশের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে করদাতাদের কাক্সিক্ষত সেবা প্রদান করতে হবে। করদাতাদের কোন হয়রানি, কর আহরণে বিশৃঙ্খলা ও করদাতাদের সঙ্গে অসদাচরণ করা যাবে না। তিনি বলেন, আমাদের সহকর্মীরা অত্যন্ত কষ্টকর পরিবেশে বিভিন্ন জায়গায় উন্নয়নের অক্সিজেন রাজস্ব আহরণে ঝুঁকি নিয়ে কাজ করছেন। যারা করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আরও অধিকতর করদাতাবান্ধব, ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বর্তমান এনবিআরের অব্যাহত রাজস্ববান্ধব সংস্কৃতির প্রয়াসের কারণে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা ব্যবসায়ীরা এনবিআরের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। রাজস্ব সংগ্রহের কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। চিত্রনায়ক ইলিয়াস বলেন, এনবিআর আগের চেয়ে এখন অনেক বেশি জনমুখী, করদাতাবান্ধব এবং ব্যবসাবান্ধব। করদাতারা এখন স্বতঃফূর্তভাবে কোন প্রকার হয়রানি ছাড়াই কর প্রদান করছেন। জনগণের করের টাকায় উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। তাই এনবিআরের যে কোন কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে। বর্ণাঢ্য এই র‌্যালিটি দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মৎস্য ভবন, সুপ্রীমকোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এসে শেষ হয়। এতে আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেøাগান সংবলিত ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড, পোস্টার নিয়ে বোর্ড ও কাস্টমস কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ২০০৯ সালে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে সদস্যভুক্ত ১৭৯টি দেশ দিবসটি পালন করে আসছে। বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে। আর এ বছর রাজস্ব আদায়ে সহযোগিতা করায় ৫ প্রতিষ্ঠান ও ১৫ কর্মকর্তাকে ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট এ্যাওয়ার্ড’ প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ পুরস্কার তুলে দেন। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ দিবসকে কেন্দ্র করে চট্টগ্রাম কাস্টম হাউসে ছিল উৎসবের আমেজ। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচী। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এক সেমিনার। সেখানে দেশের উন্নয়নে কাস্টমস ও চট্টগ্রাম বন্দরের ভূমিকার বিষয়ে আলোকপাত করে এ দুটি সংস্থার সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন আলোচকগণ। বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মোঃ রেজাউল হাসান এবং চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার শওকত আলী সাদী। এর আগে সকালে শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান তার বক্তব্যে বর্তমান সরকারকে ব্যবসা ও শিল্পবান্ধব হিসেবে উল্লেখ করে বলেন, এদেশের হাজার বছরের ইতিহাস পরাধীনতার। বাইরে থেকে আসা মোঘল পাঠান, ব্রিটিশ এবং সর্বশেষ পাকিস্তানীরা আমাদের শাসন করেছে। আমরা শুধু অন্যের সেবা করেছি। এখন আমরা স্বাধীন দেশে নিজেদের জন্য কাজ করছি। সেজন্যই দেশ এগিয়ে চলেছে। খুলনায় র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত ॥ আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও দুপুরে খুলনাস্থ মংলা কাস্টমস হাউস মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশকে আরও উন্নত করতে হলে অধিক রাজস্ব প্রয়োজন। খুলনা কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মোহাঃ আল-আমিন প্রামাণিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এ্যান্ড ইনভেস্টিগেশন) মীর মুস্তাক আলী, কর আপীল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় প্রমুখ।
×