ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এজিএমের সম্মতি পেল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৪:২০, ২৭ জানুয়ারি ২০১৭

এজিএমের সম্মতি পেল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সস্মতি দিয়েছে উচ্চ আদালত। এখন আর এজিএম করতে কোম্পানিটির কোন বাধা নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি গত ২২ জানুয়ারি থেকে আগামী ৯০ দিনের মধ্যে এজিএম করতে পারবে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৮ জানুয়ারি এজিএমের তারিখ ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, উচ্চ আদালতের আদেশে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছিল। কোম্পানিটির এজিএম বিলম্ব হওয়ার কারণ উচ্চ আদালতে বিষয়টি বিচারধীন ছিল। এর জন্য গত ১১ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার বিকন ফার্মার ক্যাটাগরি পরিবর্তন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামী রবিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×