ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

প্রকাশিত: ০৪:১৯, ২৭ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। সেখানকার প্রধান সূচকটি সামান্য কমলেও বাকি দুটি সূচক বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় ১৭ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২৬৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৫৫ কোটি ৩২ লাখ টাকা কম। ডিএসইতে এক হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ারদর। সকালে সূচকের উত্থান-পতন দিয়ে লেনদেন শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইসলামী ব্যাংক, এসিআই, আরএসআরএম স্টিল, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, যমুনা অয়েল, ইবনে সিনা ও সিটি ব্যাংক। একই দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্রাক্টোরিজ লিমিটেড। শেয়ারটির ৪ টাকা ৯০ পয়সা বা ৭ শতাংশ দর কমেছে। এদিন এটিই ছিল কোন কোম্পানির সর্বোচ্চ দরপতন। শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬ বারে ৫৪০টি শেয়ার লেনদেন করে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির এক টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৯৩ শতাংশ দর কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৮০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ১২ বারে দুই হাজার ৬২৭টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা আমরা টেকনোলজিস লিমিটেডের দুই টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২০ শতাংশ দর কমেছে। দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলোÑ কেডিএস এক্সেসরিজ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল, রূপালী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পূবালী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, পদ্মা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক ও এবি ব্যাংক।
×