ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ভিসি হচ্ছেন নির্মলা রাও

প্রকাশিত: ০৪:১৯, ২৭ জানুয়ারি ২০১৭

এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ভিসি হচ্ছেন নির্মলা রাও

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর নতুন উপাচার্য হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন নির্মলা রাও। আগামী ১ ফেব্রুয়ারি তাঁর নিয়োগ কার্যকর হবে। অধ্যাপক নির্মলা রাও নগর শাসন ব্যবস্থার ওপর একজন বিশেষজ্ঞ। তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকা স্টাডিজের কো-ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে তিনি একাডেমি দ্য সোশ্যাল সায়েন্সের ফেলো নির্বাচিত হন। সরকারী চাকরিতেও তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। যুক্তরাজ্যের অডিট কমিশন, উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসাবে কাজ করেন নির্মলা রাও। বর্তমানে তিনি ট্রিনিটি লাবান কনজারভেটোয়ার অব মিউজিক এন্ড ড্যান্সের গবর্নর হিসাবে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করছেন।
×