ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলী হাসপাতালে স্যালাইন সঙ্কট

প্রকাশিত: ০৪:১৮, ২৭ জানুয়ারি ২০১৭

আমতলী হাসপাতালে স্যালাইন সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৬ জানুয়ারি ॥ আমতলী উপজেলায় দ্রুত ডায়েরিয়া ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে দশ শিশু ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন সরবরাহের সঙ্কট থাকায় বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে ১০ শিশু ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আইভি স্যালাইন সঙ্কট থাকায় রোগীর অভিভাবকদের বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়েরিয়া ওয়ার্ড ঘুরে দেখা গেছে, আড়াই বছরের মাহিমা, ২ বছরের জিহাদ ও তিন বছরের শিশু ফেরদৌস ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এছাড়াও ওই ওয়ার্ডে ৭ শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশু জিহাদের বাবা সালাম গাজী অভিযোগ করে বলেন, হাসপাতাল থেকে এক ব্যাগের বেশি আইভি স্যালাইন দিচ্ছে না। বাইরে থেকে স্যালাইন কিনতে হয়।
×