ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ডিজিটাল মেলা উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৭, ২৭ জানুয়ারি ২০১৭

শেরপুরে ডিজিটাল মেলা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ জানুয়ারি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় শেরপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। এ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন শিকদার, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান। মাগুরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, বৃহস্পতিবার থেকে কালেকটরেট মাঠে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্লা নবুয়ত আলী।
×