ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:১৪, ২৭ জানুয়ারি ২০১৭

  টু   ক  রো  খ   ব   র

গুলিতে আহত ডাকাতের মৃত্যু স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মাগুরমারী এলাকায় হাইওয়ে পুলিশের গুলিতে আহত একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার ডাকাত (৪১) রংপুরে চিকিৎসাধীন মারা গেছে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে মর্মে পুলিশ সূত্রে জানা গেছে। গত ২৩ জানুয়ারি দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাগুরমারী এলাকায়। বর্তমানে তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় ৮ টি ও তেঁতুলিয়া মডেল থানায় ৬ টি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে সূত্র জানায়। সূত্রমতে, ডাকাত দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় যে কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে মাগুরমারীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানান, গত সোমবারের ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। উল্লেখ্য, ঘটনার দিন সোমবার দুপুরে মাগুরমারী চৌরাস্তার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে যানবাহনে হাইওয়ে পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালে ডাকাত দেলোয়ার দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে থামতে বলে। এ সময় সে মোটরসাইকেল থামিয়ে নিজেকে দেলোয়ার ডাকাত হিসাবে পরিচয় দেয় এবং পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে
×