ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেবল অপারেটর সম্প্রচার বন্ধে বঞ্চিত রাজশাহীর দর্শক

প্রকাশিত: ০৪:১২, ২৭ জানুয়ারি ২০১৭

কেবল অপারেটর  সম্প্রচার বন্ধে  বঞ্চিত রাজশাহীর দর্শক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ডিশ পাইরেসির অভিযোগে রাজশাহীর নিউ উত্তরা কমিউনিকেশন নামের একটি কেবল অপারেটরের সম্প্রচার বন্ধ করে কন্ট্রোলরুম সিলগালা করে দেয়ায় টেলিভিশন দেখতে পাচ্ছেন না এ অঞ্চলের লক্ষাধিক গ্রাহক। এ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে ডিশ লাইন বন্ধ হয়ে যাওয়ায় এ ভোগান্তির কারণ। জানা গেছে, রাজশাহীর নিউ উত্তরা কমিউনিকেশন কেবল অপারেটরের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ আশপাশের এলাকাতে লক্ষাধিক গ্রাহক রয়েছে। বুধবার সন্ধ্যা থেকে সবার লাইন বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। রাজশাহী নগরীর উপশহর, হোসনিগঞ্জ, কাদিরগঞ্জ, সপুরা, হেঁতেম খা, আমবাগান, তেরখাদিয়া, ষষ্টিতলাসহ বেশ কিছু এলাকায় তাদের সংযোগ রয়েছে। এসব এলাকায় তাদের কয়েক হাজার গ্রাহক আছে। বুধবারের ওই অভিযানের পরে ভোগান্তিতে পড়েছেন ওইসব গ্রাহক। অনেকে লাইন পরিবর্তন করার জন্য অন্য অপারেটরের সঙ্গে যোগযোগ করছেন বলে জানা গেছে।
×