ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জ বিআরটিএ অফিসে বিদ্যুত নেই ১০ দিন

প্রকাশিত: ০৪:০৭, ২৭ জানুয়ারি ২০১৭

কেরানীগঞ্জ বিআরটিএ  অফিসে বিদ্যুত  নেই ১০ দিন

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে দশ দিন ধরে বিদ্যুত না থাকায় কার্যক্রম অচল হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন বিআরটিএর কর্মকর্তারা। এতে ভোগান্তিতে পড়েছেন বিআরটিএর কার্যালয়ে আসা গ্রাহকরা। জানা গেছে, দশ দিন ধরে বিআরটিএর কার্যালয়ের বিদ্যুতের ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় এ কার্যালয়ে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। রাজধানীর নয়াবাজার থেকে আসা আব্দুল বারেক জানান, গত পাঁচ দিন ধরে কেরানীগঞ্জের বিআরটিএর কার্যালয়ে আসছি। রোড পারমিট করানোর জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু বিদ্যুত না থাকায় কোন কাজ করতে পারিনি। এতে সময় ও অর্থ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আসা আব্দুল কাদের জানান, সকাল থেকে বসে আছি। বিদ্যুত না থাকায় ব্যাংকে টাকা জমা দিতে পারছি না। বিদ্যুত কখন সচল হবে কর্মচারীরা কেউ বলতে পারছে না। কার্যালয়ে জেনারেটরের ব্যবস্থা থাকলেও মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। কামরাঙ্গীরচর থেকে আসা মনির হোসেন জানান, গাড়ি চালানোর জন্য শিক্ষানবিস ফরমের টাকা জমা দিতে এসেছি। বিদ্যুত না থাকায় এখানে কাজ বন্ধ রয়েছে। কেরানীগঞ্জের বিআরটিএর কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ নুরুল ইসলাম বলেন, ট্রান্সফর্মার বিকল হওয়ায় কয়েকদিন ধরে বিদ্যুত নেই।
×