ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন ম্যাডোনা!

প্রকাশিত: ১৯:৫৭, ২৬ জানুয়ারি ২০১৭

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন  ম্যাডোনা!

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নারীদের এক সম্মেলনে জনপ্রিয় মার্কিন পপ তারকা ম্যাডোনা বলেছিলেন, ‘হোয়াইট হাউসকে উড়িয়ে দেওয়া’র বিষয়ে ‘অনেক’ ভেবেছেন তিনি। তার এমন মন্তব্যের কারণেই তার গানকে ‘অনির্দিষ্টকালের জন্য’ নিষিদ্ধ ঘোষণা করেছে টেক্সাসের রেডিও স্টেশন ‘হিটস ১০৫’। এক বিবৃতিতে রেডিও চ্যানেলটি এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ অনলাইন পত্রিকা ইনডিপেনডেন্ট। খবরে বলা হয়, মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রায় পাঁচ লাখ মানুষের উপস্থিতিতে এক সমাবেশে কথা বলেন ম্যাডোনা। এসময় তিনি বলেন, সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি ক্ষুব্ধ। তিনি হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার কথাও অনেক ভেবেছেন বলে জানান। ট্ক্সোসের টেক্সারকানার হিটস ১০৫ চ্যানেলটি তাই নিষিদ্ধ করেছে এই পপ তারকার গান। রেডিও চ্যানেলটির মহাব্যবস্থাপক চেরি থমাস বলেন, এই চ্যানেল থেকে ম্যাডোনার সব গান নিষিদ্ধ করাটা রাজনীতির বিষয় নয়, এটা দেশপ্রেমের বিষয়। তিনি অ-আমেরিকাসুলভ যে মনোভাব দেখিয়েছেন তাতে করে আমাদের মনে হয়েছে যে তার গান চালানোটা ঠিক হবে না। আমাদের মতো সব স্টেশনই যদি তার গান চালানো বন্ধ করে, তবে তা ম্যাডোনার জন্য বড় একটি বার্তা হবে। ম্যাডোনার ভক্তরা অবশ্য রেডিও চ্যানেলটির এই ঘোষণাকে মনোযোগ আকর্ষণের চেষ্টা হিসেবে দেখছেন। একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, তোমাদের লাইকের সংখ্যা মাত্র ৬শ। আর তোমরা ম্যাডোনাকে ব্যবহার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছ। তার মন্তব্য ছিল নারীদের নিয়ে। তোমরা দেশপ্রেমের সঙ্গে অন্ধ, দলকানা ঈর্ষা ও নাটকীয়তার সঙ্গে মিলিয়ে ফেলেছ। ম্যাডোনার মন্তব্য নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। সাবেক হাউস স্পিকার নিউট গিনগ্রিচ বলেছেন, ওই বক্তব্যের জন্য ম্যাডোনাকে গ্রেফতার করা উচিত। ম্যাডোনা নিজেও ইনস্টাগ্রামের এক পোস্টে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তাতে তিনি বলেছেন, আমি সহিংসতার পক্ষে নই। আমার বক্তব্যের খণ্ডিত একটি অংশ নিয়ে আলোচনা না করে গোটা বক্তব্য বুঝতে হবে। আমি রূপক অর্থে কথা বলেছি। এটাকে সেভাবেই দেখতে হবে।
×