ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহাসড়কে নছিমন করিমন চলাচল বন্ধে পরিপত্র জারির নির্দেশ

প্রকাশিত: ০৮:৫৯, ২৬ জানুয়ারি ২০১৭

মহাসড়কে নছিমন করিমন চলাচল বন্ধে পরিপত্র জারির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মহাসড়কে অবৈধ (অনিবন্ধিত) তিন চাকার বাহন নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধের জন্য সার্কুলার জারি করতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন ও করিমন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচল নিয়ে তিন বছর আগে জারি করা এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের বেঞ্চ বুধবার এই রায় দেয়। আদালতের চারদফা নির্দেশনায় বলা হয়েছে, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা ও যশোর- এই দশ জেলায় মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাইওয়ে পুলিশের ডিআইজি এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। দেশের অন্যান্য জেলার মহাসড়কেও এসব অনিন্ধিত যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা নিতে হবে সরকারকে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেয়া হয়েছে। শিল্প সচিবকে তলব ॥ হাজারীবাগ থেকে ট্যানারি না সরালে দৈনিক ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ের বিষয়ে আপীল বিভাগের দেয়া আদেশ যথাযথভাবে পালন না করায় শিল্প সচিবকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৭ ফেব্রুয়ারি শিল্প সচিবকে হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালত অবমাননার একটি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ দেয় । নির্যাতিত যুবক ॥ হাইকোর্টে হাজির হয়ে পুলিশের পক্ষে সাফাই গাইলেন যশোর সদর থানায় নির্যাতনের শিকার যুবক আবু সাঈদ। যশোর সদর থানার ভেতরে তাকে উল্টো ও পিছমোড়া করে ঝুলিয়ে রেখে অর্থ আদায়ের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ওই যুবক।
×