ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবায় সাফল্য

প্রধানমন্ত্রীর প্রশংসায় কাতারের রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৮:৫৬, ২৬ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর প্রশংসায় কাতারের রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার ॥ সীমিত সম্পদ নিয়ে দক্ষতার সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করলেন ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহামেদ মোহমেদ আল-দেহায়মি। তিনি দু’দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে রাষ্ট্রদূত এই প্রশংসা করেন। বাংলাদেশের কয়েকটি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত এ অভিজ্ঞতাকে তার দেশের স্বাস্থ্য সেবায় প্রয়োগের আগ্রহ ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশের সাম্প্রতিক অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি আধুনিকমনস্ক দেশ হিসেবে কাতার এশিয়া ও বিশে^র উন্নয়নে বরাবর ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আগ্রহ দেখানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ আয়তনের দিক দিয়ে খুব ক্ষুদ্র হলেও জনসংখ্যার দিক দিয়ে বেশ বড়। এদেশের সম্পদও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে বাংলাদেশ মা ও শিশু মৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছে। প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকসহ ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দেশের মানুষ বিনা খরচে চিকিৎসা পাচ্ছে। এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য অনেক দেশের জন্য উদাহরণ। তিনি বলেন, বাংলাদেশের ওষুধ যুক্তরাষ্ট্রসহ বিশে^র শতাধিক দেশে রফতানি হচ্ছে। বাংলাদেশের ওষুধ আমদানি করলে কাতারের জনগণও উপকৃত হবে।
×