ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভাব নয়, অতিলোভে দুর্নীতি বেশি হচ্ছে ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৮:৪৩, ২৬ জানুয়ারি ২০১৭

অভাব নয়, অতিলোভে দুর্নীতি বেশি হচ্ছে ॥ দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি ভবিষ্যত প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অভাব নয়, অতিলোভে দুর্নীতি বেশি হচ্ছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয়ের অডিটরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিকদের নিয়ে ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ইনফরমেশন সিস্টেম (ইবাইস) ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ফ্যাশন এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি’র ২৮ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মশালায় দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মোঃ মোস্তফা কামাল, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ বক্তব্য রাখেন।
×