ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনে নীতিমালা জারি

প্রকাশিত: ০৮:৪২, ২৬ জানুয়ারি ২০১৭

ব্যাংকে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনে নীতিমালা জারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সকল তফসিলী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের জন্য দিবাযতœ কেন্দ্র স্থাপনে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো কোথায় দিবাযতœ কেন্দ্র স্থাপনা করবে, কে কে পরিচালনা কমিটিতে থাকবে, খরচ, খাবারের মান, ভর্তি ও ব্যবস্থাপনা, শিক্ষাদান ও নিরাপত্তা পদ্ধতি কেমন হবে তা নিয়ে বিস্তারিতভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে ব্যাংকগুলোকে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারিকৃত নীতিমালাটি অনুসরণ করার জন্য সকল তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ নীতিমালায় লিঙ্গ ভেদাভেদ না করে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের বিনা খরচে অথবা তাদের সাধ্যানুযায়ী খরচের মধ্যে উপযুক্ত শিশু পরিচর্যার সুবিধা প্রদানের জন্য গুরুত্ব প্রদান করা হয়েছে। কর্মজীবী নারী-পুরুষদের শিশুদের সুষ্ঠু বিকাশ ও যথাযথ রক্ষণাবেক্ষণের লক্ষ্যেই দিবাযতœ কেন্দ্র স্থাপনের নীতিমালাটি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
×