ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ালটন জাতীয় বেসবল আজ শুরু

প্রকাশিত: ০৬:২৪, ২৬ জানুয়ারি ২০১৭

ওয়ালটন জাতীয় বেসবল আজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ বেসবল-সফটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে ওয়ালটন জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর আজ বৃহস্পতিবার ঢাকার পল্টন ময়দানে শুরু হবে। তিনদিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ পুলিশ, ঢাকা কমার্স কলেজ, বর্তমান চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা, সিলেট জেলা, ঢাকা জেলা ও রাজশাহী জেলা। প্রত্যেক দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবে। খেলবে ৯ জন। টুর্নামেন্টে অংশ নেয়া প্রত্যেক দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি দেয়া হবে। এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এ উপলক্ষে বুধবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বেসবল-সফটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এএফসি কাপের প্রাথমিক পর্ব ঢাকা আবাহনী ‘ই’ গ্রুপে স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘এএফসি কাপে’র প্রিলিমিনারি রাউন্ডের খেলা। ক্লাবভিত্তিক এই টুর্নামেন্টে মোট ৯টি গ্রুপে মোট ৩৫ দল এই আসরে অংশ নেবে। বাংলাদেশ থেকে অংশ নেবে প্রিমিয়ার লীগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। তারা পড়েছে সাউথ জোনের ‘ই’ গ্রুপে। তাদের সঙ্গে আছে ভারতের ইস্ট বেঙ্গল বা জেএসডব্লিউ বেঙ্গালুরুর মধ্যে একটি দল, মালদ্বীপের এস এ্যান্ড আর মারজিয়া এবং ভারত/মালদ্বীপ/ভুটান/শ্রীলঙ্কা থেকে সাউথ জোনের প্লে-অফ বিজয়ীর একটি দল। আবাহনীর প্রথম ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, আগামী ১ মার্চ। প্রতিপক্ষ এস এ্যান্ড আর মারজিয়া। পরের দুটি ম্যাচ ৪ ও ১৮ এপ্রিল। দ্বিতীয় লেগের পরের তিন ম্যাচ যথাক্রমে আগামী ৩, ১৭ এবং ২১ মে। ৩ ও ২১ মে’র ম্যাচ দু’টির ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম। অপর ম্যাচটির ভেন্যু মালদ্বীপের মালে স্টেডিয়ামে।
×