ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লীগ কাপের ফাইনালে পিএসজি

প্রকাশিত: ০৬:২৪, ২৬ জানুয়ারি ২০১৭

লীগ কাপের ফাইনালে পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ কাপে নিজেদের দাপট অব্যাহত রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। মঙ্গলবার এডিনসন কাভানি আর এ্যাঞ্জেল ডি মারিয়ার অসাধারণ নৈপুণ্যে তারা ৪-১ গোলে বোর্দেক্সকে হারিয়ে লীগ কাপের ফাইনালের টিকেট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের বিপক্ষে এদিন কাভানি এবং ডি মারিয়া উভয়ই দু’টি করে গোল করেন। ম্যাচের শুরু থেকেই এদিন নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে পিএসজি। আর প্রথমার্ধের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন পিএসজিকে লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড এ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু উচ্ছ্বাসের সেই রেশ খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৩২ মিনিটেই সমতায় ফিরে স্বাগতিক বোর্দেক্স। গোলটি পরিশোধ করে বোর্দোকে ম্যাচে ফেরানোর কঠিন কাজটা করেন ডিয়েগো রোলান। এর ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। কিন্তু বিরতির পরই জ্বলে ওঠে সফরকারীরা। দ্বিতীয়ার্র্ধের ৬০ মিনিটে গোল করে পিএসজিকে আবারও এগিয়ে দেন উরুগুইয়ান ফরোয়ার্ড কাভানি। তার ১৪ মিনিট পর আবারও গোল করে দলকে ৩-১ ব্যবধানে পৌঁছে দেন তিনি। ম্যাচের বয়স যখন ৮১ মিনিট তখন প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ডি মারিয়া। দূরপাল্লার অসাধারণ এক শট থেকে আরও একটি গোল করে নিজেকে দারুণভাবে মেলে ধরেন এই আর্জেন্টাইন তারকা। আগামী ১লা এপ্রিলে হবে টুর্নামেন্টের ফাইনাল। সেমিতে বড় জয় নিয়েই ফাইনালের টিকেট নিশ্চিত করল পিএসজি। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে মোনাকো কিংবা নানসি। অপর সেমিফাইনালে মুখোমুখি হওয়া এই দল দু’টির মধ্য থেকে বিজয়ীরাই ফাইনালে প্যারিস জায়ান্টদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে অসাধারণ খেলছে পিএসজি। বিশেষ করে ফ্রেঞ্চ লীগ ওয়ান এবং ফ্রেঞ্চ লীগ কাপ তো একেবারেই নিজেদের করে নিয়েছে তারা। লীগ কাপে সর্বশেষ তিনটি আসরেই একটানা শিরোপা জয় করেছে তারা। কিন্তু তারপরও এই ম্যাচে তারকা খেলোয়াড়দের বিশ্রামে রাখার মতো কোন ধরনের ঝুঁকি নেননি দলটির অভিজ্ঞ কোচ উনাই ইমেরি।
×