ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার শুনানি পেছাল

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ জানুয়ারি ২০১৭

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার শুনানি পেছাল

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ জানুয়ারি ॥ দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল বুধবার। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে পিছিয়েছে চার্জ গঠনের দিন। পরবর্তী দিন ধার্য্য হয়েছে ২৮ ফেব্রুয়ারি। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফত হোসেনের আদালতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার চার্জ গঠন ও তিন আসামির অব্যাহতির আবেদনের শুনানির দিন ধার্য ছিল। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সময়ের আবেদন করলে আদালত মঞ্জুর করে। তবে আদালত শেষবারের মতো চার্জগঠনের জন্য দিন ধার্য করে। একই সঙ্গে মামলার ১নং আসামি সেন সুমন, তৈয়বুর ও আইনালের এই মামলা থেকে অব্যাহতির যে আবেদন করেছিলেন, তার শুনানি একই দিনে হবে বলে আদালত আদেশ দেয়। আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দিনাজপুরে আদিবাসী যুবতীকে ধর্ষণের পর হত্যা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামে আদিবাসীর মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ১১টার সময় আদিবাসী যুবতী (২৫) ও তার মা খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে ঝোপের আড়ালে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। তার শরীরের ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝোপের আড়ালে ফেলে রাখা হয়। এ ব্যাপারে তার মা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ময়নাতদান্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ জানুয়ারি ॥ জেলা পর্যায়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় শিশু প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে আবু রাফা আরিফ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, সঙ্গীত প্রশিক্ষক ফেরদৌস আলম, স্থানীয় পলিটেকনিক এ্যান্ড ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু মহিউদ্দিন। অনুষ্ঠানে আবৃতি, চারু ও কারু“কলা, চিত্রাংকন, গল্পবলা, বিজ্ঞান যন্ত্রের সৃষ্টি, সাঁতারসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার ৩টি বিভাগে প্রায় ৫০ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাবেক ভিক্ষুকদের মাছ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভিক্ষুক মুক্ত জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ২২ সাবেক ভিক্ষুকের মাঝে বুধবার দুপুরে মাছ বিতরণ করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ইউপি ভবনের পুকুরে চাষকৃত মাছ ধরে সাবেক ভিক্ষুকদের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুল রায়, শাহাদাত হাওলাদার, কৃষি উপ-সহকারী অফিসার সিরাজুল ইসলাম, বিআরডিবির ইউনিয়ন ডেভলপমেন্ট অফিসার রুহুল আমিন, ইউপি সচিব মাহতাব হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে মাহিলাড়া ইউনিয়নের ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে মাছ চাষসহ বিভিন্ন সহায়তা ঘোষণার মাধ্যমে ভিক্ষুক মুক্ত মাহিলাড়া ইউনিয়ন ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
×