ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধূমপান করতে নিষেধ করায় কৃষককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৫২, ২৬ জানুয়ারি ২০১৭

ধূমপান করতে নিষেধ করায় কৃষককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ জানুয়ারি ॥ বুধবার দুপুরে আত্রাই উপজেলার বিষা ইউনিয়নের দর্শন গ্রামে বিড়ি চেয়ে না পেয়ে এবং ধূমপান করতে নিষেধ করায় নবির উদ্দিন সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিন দুপুর দেড়টার দিকে ধান ক্ষেতের ভিতর একই গ্রামের বখাটে যুবক রাসেল (৩০) এই ঘটনা ঘটায়। ঘটনার পর পুলিশ খুনী রাসেলকে গ্রেফতার করেছে। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানান, একই গ্রামের জনৈক আব্দুল কুদ্দুসের ছেলে রাসেল দুপুর দেড়টার দিকে ধান ক্ষেতে কাজ করার সময় নবির উদ্দিনের কাছে বিড়ি চায় এবং তার সামনে ধুমপান শুরু করে। ধূমপানে নিষেধ করলে রাসেল ক্ষিপ্ত হয়ে নবির উদ্দিনকে মারধর শুরু করে। একপর্যায় নবির উদ্দিন ধান ক্ষেতে পড়ে গেলে রাসেল ধান ক্ষেতের কাদায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা নিজস্ব সংবাদদাতা নরসিংদী থেকে জানান, ভাড়াটিয়াদের বাসা থেকে বের করে দিয়ে মাদক সেবন করার সময় বাধা দেয়ার জের হিসেবে বাড়ির মালিক আলামিনকে (২৫) মোবাইল ফোনে ঘর থেকে ডেকে নিয়ে প্রথমে গুলি পরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের কাউরিয়াপাড়া জামতলা মাদ্রাসা সংলগ্ন একটি দু’তলা দালানের ছাদে মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে হত্যা করা হয়। নিহতের ভাই সুমন মিয়া জানান,তাদের বসবাসরত বাড়ি ছাড়াও ম্যাস বাড়ি নামে আরও একটি বাড়ি রয়েছে। তাদের ওই বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে কতিপয় মাদকসেবী জোর পূর্বক মাদক সেবন করে আসছিল। খবর পেয়ে বাড়ির মালিক আলামিন ১০/১২ দিন পূর্বে ওই বাড়িতে গিয়ে মাদকসেবীদের ওই খানে মাদক সেবন করতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় মাদকসেবীরা। এরই জের হিসেবে মাদকসেবীরা ঘটনার দিন রাত সাড়ে ৯টায় আলামিনকে মোবাইল ফোনে কল দিয়ে বাইরে আসতে বলে। এ সময় আলামিন ঘরে বসে পরিবারের সকলকে নিয়ে ভাত খেতে বসছিল। কল পেয়ে সে ঘর থেকে বের হলে শহরের কাউরিয়াপাড়ার জামতলা সংলগ্ন মাদ্রাসার পাশের একটি দু’তলা দালানের ছাদে ডেকে নিয়ে প্রথমে তাকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি করে। পরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত আলামিন কাউরিয়াপাড়া মহল্লার ইমান আলীর পুত্র বলে জানা গেছে। সে যাত্রীবাহী বাসে কন্টাকটারি করত।
×