ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ করায় ভাই খুন

বরিশালে মাদ্রাসা ছাত্রের ফাঁসির রায়

প্রকাশিত: ০৫:৫১, ২৬ জানুয়ারি ২০১৭

বরিশালে মাদ্রাসা ছাত্রের ফাঁসির রায়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে হত্যাকারী মাদ্রাসার ছাত্র মাহমুদ হাসান হাফিজকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়েরা জজ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত হাফিজ ঝালকাঠী জেলার গুয়াটন গ্রামের মাওলানা আব্দুস সোবহানের পুত্র। ঘটনার সময় সে (হাফিজ) বরিশাল নগরীর কাশীপুর দীঘিরপারের এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় অধ্যয়নরত ছিল। জানা গেছে, মাদ্রাসা সংলগ্ন বাসিন্দা হানিফ হাওলাদারের দুই কন্যাকে উত্ত্যক্ত করত মাদ্রাসার ছাত্ররা। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর বেলা ১১টায় এ ঘটনার প্রতিবাদ করতে হানিফ হাওলাদার তার পুত্র আল-আমিনকে নিয়ে মাদ্রাসায় যান। এ ঘটনায় অভিযুক্ত ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে ওইদিনই আল-আমিনকে জবাই করে হত্যা করা হয়। মাস্টার্স নিয়মিত ভর্তি মেধাতালিকা প্রকাশ আজ জাতীয় বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে। উক্ত ফলাফল বিকেল ৪টায় যে কোন মোবাইল থেকে ঝগঝ এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব>ধঃসভ<ংঢ়ধপব> ৎড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং রাত ৯টায় ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে ফল পাওয়া যাবে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদদাতা, লালমনিরহাট, ২৫ জানুয়ারি ॥ প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় বুধবার সকাল ১০টায় হরিদেব দয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। পরে জেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপে শিক্ষার্থীরা দুপুরের পরে ক্লাসে ফিরে যায়। জানা যায়, জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের হরিদেব দয়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার বিষয়ে প্ররিদর্শক নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুল চলাকালে স্থানীয় দুর্বৃত্তরা বিদ্যালয়ে হামলা করে। এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়সহ দশম শ্রেণীর ছাত্র আকাশ, শরিফুল, আতিকুল ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আকরাম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনায় সদর থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামি হলেনÑ আরিফুল ইসলাম লিটন, মুকুল মিয়া, ইমান আলী, আবু বক্কর সিদ্দিকী। মাঠ দিবস নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৫ জানুয়ারি ॥ নাওভাঙ্গা চরে বুধবার সকালে উচ্চ ফলনশীল সরিষার জাত বিনা সরিষা-১০ এর মাঠ দিবস ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বিনা উপকেন্দ্র জামালপুরের আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা মময়নসিংহ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ডঃ রইসুল হায়দার। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ তপন কুমার পাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডঃ রফিকুল ইসলাম, বিনা উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ রীমা আশরাফী, জেলা বিজ প্রত্যায়ন কর্মকর্তা শেখ মুজাহিদ নোমানী প্রমুখ। উৎপাদনে অবদান রাখায় এ্যাওয়ার্ড প্রদান নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৫ জানুয়ারি ॥ আশুলিয়ায় কারখানায় উৎপাদনে বিশেষ অবদান রাখায় একটি তৈরি পোশাক কারখানার ২০ কর্মকর্তা-কর্মচারীকে এ্যাওয়ার্ড প্রদান করেছে মালিকপক্ষ। বুধবার সকালে আশুলিয়ার নিশিচন্তপুরে অনন্ত গার্মেন্টস এ এ্যাওয়ার্ড প্রদান করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনন্ত এ্যাওয়ার্ড প্রদান করেন অনন্ত গার্মেন্টসের চেয়ারম্যান আমিনুল হক খান। তৈরি পোশাক কারখানায় মালিক শ্রমিক-কর্মকর্তাদের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
×