ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্ত রিপোর্টে ভুল তথ্য ॥ ডাক্তারের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৫:৫০, ২৬ জানুয়ারি ২০১৭

ময়নাতদন্ত রিপোর্টে ভুল তথ্য ॥ ডাক্তারের বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ আমির উদ্দীনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়া হয়েছে। হত্যা মামলায় ভুল তথ্য দিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করার অভিযোগে, তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বুধবার এই চাঞ্চল্যকর মামলার জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদের আদালতে দিন ধার্য ছিল। মামলার অন্যতম আসামি ফরেনসিক বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ আমির উদ্দীনসহ ১৮ আসামির উপস্থিতিতে সকলের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়। আগামী ৫ ফেব্রুয়ারি মামলার এজাহারকারীসহ ৫ জন সাক্ষীকে আদালতে হাজির করতে বিচারক সমন জারির আদেশ প্রদান করেছেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) তাহেরুল ইসলাম জানান, ২০১৫ সালের ৭ ডিসেম্বর দুপুর দেড়টায় খানসামা উপজেলার আলোকডিহি গ্রামের ইসাহাক আলীর জমিতে প্রতিপক্ষরা ডাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। এ সময় প্রতিপক্ষের আঘাতে ইসাহাক আলী ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় ইসাহাক আলীর পুত্র আব্দুর রহমান বাদী হয়ে প্রতিপক্ষের শাহাদাত আলীসহ ১৭ জনকে আসামি করে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত ইসাহাক আলীর ময়না তদন্ত রিপোর্টে মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ আমির উদ্দীন স্বাভাবিক মৃত্যু বলে রিপোর্ট দেন। পরবর্তীতে তার রিপোর্টের বিরুদ্ধে এজাহারকারী আদালতে নারাজি প্রদান করলে বিচারক পুনরায় লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগকে আদেশ দেন। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ইসাহাক আলীকে হত্যা করা হয়েছে বলে চিকিৎসক মতামত প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভুইয়া তার দাখিলকৃত অভিযোগপত্রে উল্লেখ করেন, প্রথম ময়না তদন্তকারী ডাক্তার তার রিপোর্টে আসামিদের পক্ষ নিয়ে স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে নিহত ইসাহাক আলীকে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মতামত দিয়ে হত্যা ঘটনায় সহায়তা করেছেন। এই কারণেই এই মামলার এজাহার নামীয় আসামি ময়না তদন্তকারী ডাক্তার আমীর উদ্দীনসহ ১৮ জনের বিরুদ্ধে তিনি আদালতে অভিযোগ পত্র পেশ করেন।
×