ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনায় সন্ত্রাসীর গুলিতে দুই পুলিশ আহত

প্রকাশিত: ০৫:৫০, ২৬ জানুয়ারি ২০১৭

পাবনায় সন্ত্রাসীর গুলিতে দুই পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ জানুয়ারি ॥ আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম সড়কে প্রাইভেটকারবাহী সন্ত্রাসীর গুলিতে দু’পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গুরুতর আহত এসআই মনিরুল ইসলামকে রাজশাহী মেডিক্যালে ও এএসআই তোফাজল হোসেনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রাইভেটকারসহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বুধবার সকাল ১১টার দিকে ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে। আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ জানান, ঘটনার সময় দুই পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে মোটরসাইকেলে একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যান। সেখানে সাদা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৪৭১৩৬) আরোহীদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সন্ত্রাসীর গুলিতে এসআই মনিরুল ইসলাম ও এএসআই তোফাজ্জল হোসেন গুরুতর আহত হয়েছেন। এরপর সন্ত্রাসীরা এ সড়ক ধরে পালানোর চেষ্টা করলে সামনে এক ট্রাক এলে রাস্তা আটকে যায়। কোন উপায় না দেখে সন্ত্রাসীরা প্রাইভেটকারটি ফেলে মাঠ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ পরে এ গাড়ির মধ্যে থেকে ৩টি রিভলবার, একটি পিস্তল ও একটি সাটারগানসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করে। চুরি হওয়া শিশু ও প্রতারকের হদিস ৫ দিনেও মেলেনি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত নগর মাতৃসদন (আরবান প্রাইমারী হেলথ কেয়ার) থেকে অভিনব কায়দায় চুরি হওয়া নবজাতকের হদিস মেলেনি ৫ দিনেও। ঘটনার পর থেকে নানাভাবে অনুসন্ধান চালিয়েও প্রতারক নারীকেও ধরতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে পবার চর শ্যামপুর এলাকার বাসিন্দা দিনমজুর নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি খাতুনের প্রথম নবজাতকটি নগর মাতৃসদন থেকে চুরি হয়। ইবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি ॥ তদন্ত কমিটি ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ উঠেছে। পূর্ব থেকেই ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জন শোনা গেছে। জানা গেছে, ইউনিটের কয়েকজন শিক্ষক ও স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ শিক্ষক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে অভিযোগ করে। এ অভিযোগের উপর ভিত্তি করে বুধবার গণিত বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা কামালকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান-উল-হক আম্বিয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএস আব্দুল লতিফ তদন্ত কমিটির বিষয়টি নিশ্চত করেন।
×