ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্লিনিকে ভারতের সরকারী হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ জানুয়ারি ২০১৭

ক্লিনিকে ভারতের সরকারী হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বেসরকারী ক্লিনিকে ব্যবহার হচ্ছে মেয়াদোত্তীর্ণ ভারতীয় সরকারী হাসপাতালের ওষুধ। যা অপারেশনের কাজে ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারী ক্লিনিক থেকে ভারতের সরকারী হাসপাতালের মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ওষুধ পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় তিনটি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তিনি আরও জানান, তিনটি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সোয়া সাত লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আটক করা হয় দুইটি ক্লিনিকের ম্যানেজারকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার হোসেন বলেন, লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ের ‘আমানা হাসপাতালে’ দেশের সরকারী হাসপাতালের ওষুধ ছাড়াও ভারতের সরকারী হাসপাতালের সার্জিক্যাল ওষুধ পাওয়া গেছে। এছাড়া সেখানে পাওয়া গেছে প্রায় দেড় বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ যা অপারেশনের কাজে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার খুব নোংরা এবং অস্বাস্থ্যকর বলে জানান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, একটি ওষুধে তৈরির দিন লেখা রয়েছে ২০ জুলাই ২০১০। আর মেয়াদ শেষ হওয়ার দিন লেখা ছিল ১৯ জুলাই ২০১৫। মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর পরও ওই ওষুধ ব্যবহার করা হচ্ছিল। অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘিরে ওই এলাকায় ব্যাঙের ছাড়ার মতো গড়ে উঠেছে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অসংখ্য ওষুধের দোকানও গড়ে উঠেছে ওই এলাকায়। ফলে প্রায় এসব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত বার বার এসব এলাকায় অভিযান পরিচালনা করলেও তা বন্ধ করা যাচ্ছে না। সর্বশেষ মঙ্গলবার বেসরকারী ক্লিনিক থেকে ভারতের সরকারী হাসপাতালের মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ওষুধ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, যারা ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করছেন, যারা রোগীদের জিম্মি করে দাবি আদায় করতে চায় তাদের বিচার হওয়া দরকার।
×