ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে কুকুরের কামড়ে একদিনে অর্ধশতাধিক আহত

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ জানুয়ারি ২০১৭

বাগেরহাটে কুকুরের কামড়ে একদিনে অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কুকুরের কামড়ে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু ও নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালে ৪৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের মুখম-লসহ শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তারা হলেন- সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের সিরাজ সেখের ছেলে ছালাম সেখ (৫০), সুন্দরঘোনা গ্রামের শফিউদ্দিনের ছেলে জব্বার আলী (৬০), চাঁপাতলা গ্রামের সাখাওয়াতের মেয়ে নাঈমা ইয়াসমিন (১০), আশরাফ হোসেনের স্ত্রী আফরোজা বেগম (৫০) ও বারাকপুর গ্রামের হরিপদ পালের ছেলে দীপংকর পাল (৪০)। সদর হাসপাতালের চিকিৎসক মুশফিকুর রহমান শামস জানান, কুকুরের কামড়ে আহত ৪৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। একদিনে কুকুরের কামড়ে এত রোগী ভর্তির ঘটনা অস্বাভাবিক বলে উল্লেখ করেন সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র ম-ল। আহতের স্বজনরা জানান, হাসপাতালে জলাতঙ্কের টিকা না থাকায় বাইরে থেকে চড়া দামে টিকা কিনতে হচ্ছে। ষাটগম্বুজ এলাকার জব্বার শেখ জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি কুকুর হঠাৎ আমাদের ওপর হামলা করে। কুকুরের কামড়ে তাদের এলাকার মারিয়া (৮), তানভির (৯), আলিফ (৮), সাহেব আলী, সোয়েব হাওলাদার, হালিমা বেগম, ইসরাফিল শেখ, শেখ শাহেদ, ইসলাম শেখ, রহমান শেখ, নাইম শেখ, মোতাহার শেখ, জব্বার সেখ রক্তাক্ত আহত হয়েছে।
×