ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছায়ানট মিলনায়তনে গান কবিতা ও নৃত্যে মহাকবির জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ জানুয়ারি ২০১৭

ছায়ানট মিলনায়তনে গান কবিতা ও নৃত্যে মহাকবির জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ উনিশ শতকের নবজাগরণের অন্যতম প্রতিভা বাংলা কবিতার প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে মহাকাব্য মেঘনাদ বধ। বুধবার ছিল এই বিস্ময়কর প্রতিভার অধিকারীর ১৯২তম জন্মবার্ষিকী। ধানম-ির ছায়ানট ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে এদিন সন্ধ্যায় গান, কবিতা আর নৃত্যের ছন্দে এই মহাকবির জন্মবার্ষিকী উদ্যাপন করে সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সংগঠন দখিন দুয়ার। কবির অমর গাথা ‘রেখ মা দাসেরে মনে’ গানের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। সংগঠনের শিল্পীদের কণ্ঠে সমবেত এ সঙ্গীতের পর মাইকেলের জীবনী পাঠ করেন আবদুস সবুর খান চৌধুরী। এরপর শুরু হয় ‘সতত হে নদ তুমি পড় মোর মনে’ শীর্ষক বৃন্দ আবৃত্তি। পরে মাইকেলের ‘বঙ্গভাষা’ কবিতা আবৃত্তি করেন পুলক রাহা। কবিতাটি পর্যালোচনা করেন রতন সিদ্দিকী। পরে ‘মেঘনাদ বধ কাব্য’ থেকে পাঠ করেন কাজী চপল। কবির নাট্যাংশ থেকে পাঠ করেন আবদুস সবুর খান চৌধুরী, কাজী শিলা ও সুমন ঘোষ। ‘নাচিছে শিখি সুখে’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন মুক্তা ঠাকুর। দলীয় সঙ্গীতে অংশ নেন শিল্পী আবুল কালাম আজাদ, চন্দনা ঢালী, পুলক গোস্বামী, মাকসুদা খাতুন, মেঘলা, রিয়াদ হোসেন, সুমনা আক্তার শান্তা, সেমন্তি ও কায়সার। একক সঙ্গীত পরিবেশন করেন মুসা কলিম, কাজী শিলা ও সুকুমার দাস। ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৬’ প্রদান ২৯ জানুয়ারি ॥ নবমবারের মতো ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৬’ প্রদান করা হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ২৯ জানুয়ারি বিকেল ৫টায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালি ও কলম সম্পাদকম-লীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি থাকবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চিন্ময় গুহ ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠান শেষে শুভাশিস সিনহা-রচিত নাট্য ‘দ্বিখ-িতা’র পাঠাভিনয় করবেন ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার। বাংলাদেশের তরুণ লেখকদের সাহিত্যচর্চাকে আরও গতিশীল করার লক্ষে সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করে আসছে। ২০১০ সাল থেকে সাহিত্যের পাঁচটি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। প্রত্যেক বিজয়ী লেখককে এক লাখ টাকা করে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়ে থাকে। শিল্পকলায় প্রাচ্যনাট প্রযোজনা ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ মঞ্চস্থ ॥ প্রাচ্যনাটের ৩০তম প্রযোজনা ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটক মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যায়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকে দেখা যায় ২০০৫ সালের ১১ এপ্রিল গভীর রাতে সাভারের পলাশবাড়িতে ধসে পড়ে স্পেকট্রাম সোয়েটার এ্যান্ড নিটিং ফ্যাক্টরি। সে সময় ফ্যাক্টরিতে রাতের শিফটে কাজ করছিল শতাধিক কর্মী। সেই ঘটনায় নিহত হয় প্রায় ৬৪ জন। তদন্ত কমিটির রিপোর্টে জানা যায়, কোনরকম ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা ছাড়াই ঘটনার তিন বছর আগে ফ্যাক্টরিটি তৈরি হয়েছিল একটি জলাভূমির ওপর। নাটকটি গ্রন্থিত হয় তার স্মৃতিচক্র, স্বপ্নচক্র আর জীবনচক্রের রোমন্থনে। তারাভানর স্মৃতিচক্রের সমান্তরালে একই ঘটনাকে দেখা যায় একজন ভিনদেশী আউটসোর্সিং পারসন মিস্টার ওয়েস্ট এর দৃষ্টিভঙ্গি থেকে। নাটকের সঙ্গীত পরিকল্পনা করেছেন নীল কামরুল, পোশাক পরিকল্পনায় বিলকিস জাহান জবা। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবুল হাসনাত রিপন। ভিডিওগ্রাফি ও প্রজেকশনে সাইফুল ইসলাম জার্নাল।
×