ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ জানুয়ারি ২০১৭

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৬ জানুয়ারি। আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য- ‘তথ্য উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’। ২০০৯ সালে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে সদস্যভুক্ত ১৭৯টি দেশ দিবসটি পালন করে আসছে। বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে। আর এ বছর রাজস্ব আদায়ে সহযোগিতা করায় ৫ প্রতিষ্ঠান ও ১৫ কর্মকর্তাকে ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট এ্যাওয়ার্ড’ প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানগুলো হলো-এ্যাটর্নি জেনারেলের অফিস, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া এনবিআরের ১৫ কর্মকর্তাকে স্বীকৃতিমূলক পুরস্কার দেয়া হবে। বুধবার সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে বক্তব্যকালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ সহযোগী প্রতিষ্ঠানকে এ ধরনের স্বীকৃতি দেয়। এরই অংশ হিসেবে আমরাও এসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি হিসেবে এই সার্টিফিকেট অব মেরিট প্রদান করব। এনবিআর চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিমাণ অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ অপরিহার্য। বর্তমানে দেশের অভ্যন্তরীণ রাজস্বের প্রায় ৮৬ ভাগ আহরণের গুরুদায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের। রাজস্ব আহরণ কাজে বিশ্বব্যাপী কাস্টমস ব্যবহার অনুসৃত সর্বোত্তম পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ কাস্টমস আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রফতানি কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করছে। সেই সঙ্গে দেশের উন্নয়ন কাজের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ দিবস উপলক্ষে সকালে রাজস্ব ভবন থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। বিকেলে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে ঢাকায় নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট এ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। এছাড়াও দিবসটি উপলক্ষে রেডিও, টেলিভিশন, পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি আরও বলেন. দিবসটি উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম তথা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিশেষ পোস্টার, বিলবোর্ড, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ও সংশ্লিষ্ট দফতরসমূহে লাগানো হবে। একই সঙ্গে সেøাগান সম্বলিত ছাতা বিতরণ করা হবে। দিবস উপলক্ষে যে সেমিনার হবে তার আলোচিত স্থান ও সংশ্লিষ্ট অন্যান্য সকল দফতরসমূহ সুসজ্জিত করা হবে। গত ২১ ডিসেম্বর ২০১৬ থেকে ২০ জানুয়ারি ২০১৭ এক মাস সময়কে ‘বাস্তবায়ন মাস’ ঘোষণা করেছিল এনবিআর। সে বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘গত এক মাসের অর্জন হিসেবে অতিরিক্ত হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছি। এ মাসে এনবিআর ও এর আওতাধীন সকল গোয়েন্দা সংস্থাসহ মাঠ পর্যায়ের অফিসগুলো থেকে একযোগে নিবারক ও ফাঁকি প্রতিরোধমূলক কাজ করছে। এছাড়াও ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে পেরেছি।’ এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় ইতিবাচক অবস্থায় রয়েছে। তিনি বলেন, এনবিআর ও এর অধীন মাঠপর্যায়ের অফিসগুলোর ‘রাজস্ব সংলাপ’ ও ‘গণশুনানি’তে নাগরিকগণ নিজেদের বক্তব্য ও মতামত দিচ্ছেন। করদাতা, ব্যবসায়ী ও অংশীজনদের মতামত ও অভিযোগ গ্রহণের জন্য এনবিআর কাস্টমস, আয়কর ও ভ্যাট তিন বিভাগের জন্যে পৃথক তিনটি ই-মেইল চালু করা হয়েছে। মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ দানে বিরত থাকার জন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি। আমাদের এখন বার্তা হচ্ছে- ‘দেশকে ভালবেসে কর দিন, উন্নয়নের অংশীদার হোন, নিরুদ্বেগ ও শান্তিতে থাকুন।’ গত বছরের প্রাতিপাদ্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চেয়ারম্যান বলেন, ডিজিটাল ক্ষেত্রেও উন্নতি হয়েছে। সবাইকে একটি প্লাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি। এছাড়াও তিনি বলেন, কাস্টমসে বন্ড ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বন্ড ব্যবস্থাপনা ‘অটোমেশনে’ নিয়ে আসা হয়েছে। এর ফলে অপব্যবহার কমে গেছে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আপনারা ভরসা রাখতে পারেন রাজস্ব আহরণে যা করণীয় আমরা করছি। আমরা দিন দিন ব্যবসা প্রসার ও করবান্ধব করছি। এক্ষেত্রে মানুষের উৎসাহও অনেক বেড়েছে। এজন্য সকলের সহযোগিতাও চাইলেন তিনি। এ সময় এনবিআরের সদস্য ও সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ॥ এদিকে অফিস জানায়, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ব্যাপক আয়োজন ও কর্মসূচী হাতে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। বর্ণিল সাজে সাজানো হয়েছে চট্টগ্রাম শুল্ক ভবন। বৃহস্পতিবার সকালে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হবে দিবসটির। শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আর সেমিনারে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। আন্তর্জাতিক কাস্টমস দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডাটা এ্যানালাইসিস ফর এফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট।’ এ উপলক্ষে ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি দেশের একক বৃহত্তম রাজস্ব যোগানদাতা চট্টগ্রাম কাস্টম হাউসে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে শোভাযাত্রা এবং এরপর সেমিনার। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের এমপি এমএ লতিফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মোঃ রেজাউল করিম, কর কমিশনার মাহবুব হোসেন, চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেক। সেমিনারে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এএফএম আবদুল্লাহ খান।
×