ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটি আওয়ামী লীগের পছন্দের ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ জানুয়ারি ২০১৭

সার্চ কমিটি আওয়ামী লীগের পছন্দের ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি আওয়ামী লীগের পছন্দের কমিটি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, এই সার্চ কমিটি কি নির্বাচন কমিশন দেবে তা বোঝা যাচ্ছে। এই সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে জাতিকে আবার আরেকটি অনিশ্চয়তার দিকে, আরেকটি অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেয়া হলো। এর আগে দুপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সার্চ কমিটিতে আওয়ামী লীগের নামের প্রতিফলন ঘটলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি আওয়ামী লীগ সরকারের পছন্দের হওয়ায় আমরা হতাশ হইনি, ক্ষুব্ধ হয়েছি। রাষ্ট্রপতিকে মনে করি তিনি শেষ একটি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান রাষ্ট্রের সবচেয়ে বড় অভিভাবক। তার কাছে সব সময় আশাকরি, প্রত্যাশা করি আমরা একটি নিরপেক্ষ সিদ্ধান্ত পাব। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য এ জাতির। রাজনৈতিক সঙ্কট থেকে বের হয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেই উদ্যোগটিও তিনি গ্রহণ করলেন না। তাই আমরা আগেই বুঝতে পারছি এই সার্চ কমিটি কি ধরনের নির্বাচন কমিশন গঠন করবেন। ফখরুল বলেন, আমরা জানতে পেরেছি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক, মহাহিসাব রক্ষক ও পরিদর্শক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক শিরিন আকতার ছাড়াও আরও দুইজন বিচারপতি রয়েছেন সার্চ কমিটিতে। পুরো সার্চ কমিটি আওয়ামী লীগ সরকারের পছন্দের। কারণ, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এ সরকার। মহাহিসাব রক্ষক ও পরিদর্শক নিয়োগ দিয়েছে এ সরকার। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিও সরকারের নিয়ন্ত্রিত। ফখরুল বলেন, টিভি চ্যানেল ২৪ কে টেলিফোনে অধ্যাপক শিরিন আকতার বলেছেন, আমার উপর অর্পিত দায়িত্ব, পবিত্র দায়িত্ব মনে করি। এখন বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালিত হচ্ছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দেবেন তা পবিত্র দায়িত্ব মনে করে দায়িত্ব পালনে সচেষ্ট হব। অধ্যাপক শিরিন আকতারের এই বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাহলে বুঝেন, কি নিরপেক্ষ একটি সার্চ কমিটি গঠন হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জেনে শুনেই এই কাজটি করেছে। তারা আবার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়। এতে সঙ্কটের সমাধান হবে না। তাই রাজনৈতিক সমস্যা সমাধান না করে জনগণকে বোকা বানিয়ে সার্চ কমিটি গঠন করেছে। তিনি বলেন, ৭৫ সালে বাকশাল গঠন করে এবং বর্তমানে জোর করে ক্ষমতায় টিকে থাকার মধ্যে কোন পার্থক্য দেখি না। তবে জনগণের শক্তির মধ্যদিয়ে এই অপশক্তিকে অপসারিত করতে হবে। ২০ দলীয় জোট, বিএনপি ও অন্যসব প্রতিষ্ঠানসহ সকল গণতান্ত্রিক মানুষের পবিত্র দায়িত্ব হচ্ছে এ সরকারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমে আসা। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচন করে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সবাই এ নির্বাচন বর্জন করেছিল। সেই সুযোগে শেখ হাসিনার দায়িত্ব তিনি সুচারুভাবে পালন করেছেন। আবারও তিনি তাই করতে চাচ্ছেন। আর নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য আওয়ামী লীগের পছন্দের সার্চ কমিটি গঠন করে রাষ্ট্রপতি নিরপেক্ষতার চরম নিদর্শন দিয়েছেন। মির্জা ফখরুল বলেন, সঙ্কট নিরসনের জন্য এ সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ চোখে পড়েনি। সরকার চায় বিরাজমান পরিস্থিতি বজায় থাকুক। পানি ঘোলাটে হয়ে থাকুক। এই ঘোলাটে পানির মধ্য থেকেই তারা চমৎকার করে মাছ শিকার করে যাবে। আর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করে যাবেন। তিনি বলেন, কয়েক দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব তার নয়। আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি এটা বলতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার কাছ থেকে এ ধরনের বক্তব্য জনগণ আশা করে না। কারণ সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে সংঘাতহীন ও সুন্দরভাবে দেশ পরিচলনা করা। লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমদ আযম খান, এনপিপি চেয়ারম্যান এ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ। সার্চ কমিটিতে আওয়ামী লীগের নামের প্রতিফলন ঘটলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে- রিজভী : সার্চ কমিটিতে আওয়ামী লীগের নামের প্রতিফলন ঘটলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাকশাল গঠন দিবস পালন উপলক্ষে ‘জাতীয় নাগরিক সংসদ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, সার্চ কমিটিতে আওয়ামী লীগের নামের প্রতিফলন ঘটলে আন্দোলন ও শক্তিশালী কর্মসূচী নিয়ে রাজপথে নামা ছাড়া আমাদের সামনে আর কোন পথ খোলা থাকবে না। রুহুল কবির রিজভী বলেন শুনেছি সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির দফতর থেকে ৬ জনের নাম পাঠানো হয়েছে। তবে সার্চ কমিটি গঠন করা রাষ্ট্রপতির জন্য অগ্নিপরীক্ষা। কারণ, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন। অথচ এখন তাকে প্রমাণ করতে হবে তার কাছে আওয়ামী লীগ বড় না রাষ্ট্র বড়। তাই এখন দেখার বিষয়, রাষ্ট্রপতির কাছে জনগণের আশা-আকাক্সক্ষা পরাজিত হয় না কী? বিএনপির মুখপাত্র বলেন, আমরা আগে দেখব সার্চ কমিটিতে কাদের নাম আছে। সেখানে আওয়ামী লীগের দেয়া নামের প্রতিফলন ঘটলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। কারণ আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। তিনি বলেন, সার্চ কমিটিতে আওয়ামী লীগের নামের প্রতিফলন ঘটলে এবং সে কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। সেটা হবে রকীব মার্কা নির্বাচন কমিশন। রাষ্ট্রপতিকে উদ্দেশ করে রিজভী বলেন, সার্চ কমিটি গঠনে সরকার যে নাম পাঠাবে তা গ্রহণ করলে এটার মধ্যে দিয়ে ইতিহাস রচিত হবে। আর এ ইতিহাসে আপনি আলোর অধ্যায়ে না কী অন্ধকারের অধ্যায় থাকবেন সেটাও নির্ধারিত হবে। তাই আশাকরি রাষ্ট্রপতি অভিভাবকের মতো কাজ করবেন। আমরা তাঁর ওপর ভরসা রাখতে চাই। তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারির মতো আবারও দেশে বাকশালের মতো কিছু পুনরাবৃত্তি হতে দেয়া হবে না আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ। আন্দোলনেই সরকার উৎখাত করা হবে -নোমান ॥ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান সরকার উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সরকারকে উদ্দেশ করে নোমান বলেন, বিএনপি ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের ক্ষমতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আন্দোলন করবে। আপনারা মনে রাখবেন অস্ত্র, পুলিশ ও র‌্যাব দিয়ে আন্দোলন থামানো যাবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে সরকার উৎখাত করবে। তিনি বলেন, আরাফাত রহমান কোকোকে তারাই নির্যাতন করে হত্যা করেছে যারা তারেক রহমানকে বিদেশে পাঠিয়েছে এবং খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে। যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে মিলাদ মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেতাকর্মীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে সরকার পরিবর্তন হবে- দুদু ॥ বিএনপি নেতাকর্মীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে সরকার পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মতবিনিময়সভায় প্রধান অথিতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকেই ধ্বংস করেছে। এর জন্য কত বছর আমাদের মাসুল দিতে হবে তা বলা মুশকিল। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও সংস্কৃতি আজ আগ্রাসনের শিকার হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভূইয়া প্রমুখ। ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবি ॥ মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনের কিছু নেতাকর্মী। বুধবার দুপুরে তারা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এ দাবি জানায়। সেই সঙ্গে তারা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বর্তমান কমিটির প্রতি অনাস্থা জানিয়েছেন। এ সময় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও বিএনপির নির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন, সহসভাপতি আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, জহিরুল ইসলাম বিপ্লব, আব্দুল ওয়াহাব, আবুল হাসান উপস্থিত ছিলেন।
×