ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ গোপালগঞ্জে একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৭, ২৬ জানুয়ারি ২০১৭

আজ গোপালগঞ্জে একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৫ জানুয়ারি ॥ বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে সাতদিনব্যাপী একাদশ জাতীয় রোভার মুট। অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গোপালগঞ্জে আসছেন। সকাল ১১টায় শহর-সংলগ্ন মানিকদহ হাউজিং প্রকল্পের বঙ্গবন্ধু এরিনায় আয়োজিত এ রোভার মুটের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জে এসে পৌঁছবেন। পরে অনুষ্ঠানস্থলে যাবেন এবং রোভার মুটের উদ্বোধন করে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা সাড়ে ১২টার দিকে তিনি সড়ক পথে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাত শেষে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে অবস্থান করবেন। সেখান থেকে পরদিন বেলা আড়াইটায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম মুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স-বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এদিকে বুধবার বেলা ১১টায় একাদশ জাতীয় রোভার মুটের বঙ্গবন্ধু এরিনায় বাংলাদেশ স্কাউটের পক্ষে এক সংবাদ-সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্বোধনসহ সাত দিনব্যাপী এ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সম্মেলনে ‘শান্তিময় জীবন ও উন্নত দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতার জন্মভূমি গোপালগঞ্জে মহাসমারোহে রোভার মুট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও রাজনৈতিক বিকাশের ইতিহাস অবহিত করার লক্ষ্যে রোভার মুটের আয়োজন। সার্কভুক্তসহ এশিয়া প্যাসিফিক বিভিন্ন দেশ ও বাংলাদেশের সকল জেলা থেকে রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তাসহ প্রায় ১০ হাজার প্রতিনিধি রোভার মুটে অংশগ্রহণ করছেন। এতে ১৫টি আকর্ষণীয় চ্যালেজিং প্রোগ্রাম প্রতিফলিত হবে। গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজে অংশগ্রহণের মধ্য দিয়ে রোভাররা প্রতিদিন নিজেদের দক্ষতা প্রদর্শন করবে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞানার্জন করবে। এজন্য রোভার মুটের সমগ্র এলাকা চারটি ভিলেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় চার নেতার নামে এসব ভিলেজের নামকরণ করা হয়েছে। প্রতিটি ভিলেজকে ৩টি সাব-ক্যাম্পে বিভক্ত করা হয়েছে এবং গোপালগঞ্জের ১২টি নদ-নদী, বিল ও খালের নামে এসব সাব-ক্যাম্পের নামকরণ করা হয়েছে। রোভার মুট উপলক্ষে ডাক বিভাগ উদ্বোধনী খাম ও ১০ টাকা মূল্যের স্মারক ডাক-টিকিট প্রকাশ ও উন্মোচন করা হবে। গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও একাদশ জাতীয় রোভার মুট সাংগঠনিক কমিটির সভাপতি শাহ্ কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কাউটের জাতীয় কমিশনার (জন সংযোগ ও মার্কেটিং) এমএম শাহরিয়ার, জাতীয় কশিমনার প্রোগ্রাম) রফিকুল ইসলাম খান প্রমুখ। প্রধানমন্ত্রীর আগমন ও একাদশ জাতীয় রোভার মুটকে কেন্দ্র করে গোপালগঞ্জবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা। রাস্তাঘাটসহ শহরের বিভিন্ন এলাকা সাজানো হয়েছে নবসাজে। নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
×