ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি ॥ ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:২১, ২৬ জানুয়ারি ২০১৭

ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি ॥ ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, দেশে অসাধু ব্যবসায়ীদের একটি চক্র ভেজাল খাদ্যের ভয়াবহতা উপেক্ষা করে খাদ্যে ভেজাল দিয়ে নানা সমস্যা সৃষ্টি করছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। ‘ফুড এ্যানালাইসিস ল্যাবরেটরি ওয়েবসাইট এ্যান্ড ট্রেনিং অন কোয়ালিটি এসিউরেন্স এ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অব ফুড এ্যানালাইটিক্যাল ল্যাবরেটরিজ’ শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন তিনি। ঢাকা বিশ^বিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সাইন্সেসে (সিএআরএস) বুধবার সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনার বিশ^ব্যাংকের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অধীনে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের অংশ। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউট অব নিউট্রিশন এ্যান্ড ফুড সাইন্স এবং প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ড. নাজমা শাহীন সেমিনার সম্পর্কে অংশগ্রহণকারীদের ব্রিফিং প্রদান করেন। -বিজ্ঞপ্তি বিএএফ শাহীন কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা-এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৭ বুধবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে তিনি কলেজের উদীয়মান শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। -আইএসপিআর
×