ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরে উঠছেন সিনিয়র বুশ ও তার স্ত্রী

প্রকাশিত: ০৫:১৮, ২৬ জানুয়ারি ২০১৭

সেরে উঠছেন সিনিয়র বুশ ও তার স্ত্রী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশকে সোমবার ইন্টেনসিভ কেয়ার থেকে কেবিনে আনা হয়েছে। তিনি নিউমোনিয়া থেকে সেরে উঠছেন। তার স্ত্রী বারবারা ব্রঙ্কাইটিস থেকে সেরে ওঠায় হাসপাতাল থেকে ছাড়া দেয়া হয়েছে। তারা বুধবার হিউস্টোন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি হন। খবর এএফপির। জর্জ এইচডব্লিউ বুশ (৯২) ব্যাকটেরিয়াল নিউমোনিয়া রোগে ভুগছিলেন এবং তিনি শ্বাসকষ্টের জন্য ৪৮ ঘণ্টা ইনকিউবেটরে ছিলেন। তিনি এখন নিজে নিজেই শ্বাস নিতে পারছেন এবং শুক্রবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। বারবারা বুশ ভাইরাল ব্রঙ্কাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক এ্যামি মিনডার্স ও ক্লিন্ট ডোর বলেছেন, দুজনই সুস্থ হয়ে উঠেছেন। গর্ভবতীকে আসন দিতে গণপরিবহনে গর্ভবতীদের সহায়তার লক্ষ্যে সোমবার যুক্তরাজ্যে নতুন এক এ্যাপ চালু করা হয়েছে। বেবি অন বোর্ড নামের এই সেবায় দুটি এ্যাপের মধ্যে ব্লুটুথে যোগাযোগ স্থাপন করতে হবে। কোন একটি এ্যালার্ট দেয়ার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ওই এ্যাপের মাধ্যমে একটি বার্তা পাবেন, যাতে বলা হবে সেখানে এমন কেউ আছেন যার বসা প্রয়োজন। এই এ্যাপটিতে থাকা এ্যালার্ট বাটনের জন্য খরচ হবে ৩.৯৯ পাউন্ড। -বিবিসি বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ট্রিলিয়নেয়ার অর্থাৎ এক লাখ ডলারের মালিক মাইক্রোসফট কর্ণধার বিল গেটস। তিনিই হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নয়ার। রিসার্চ ফার্ম অক্সফেম ইন্টারন্যাশনালের একটি সমীক্ষা বলছে, যে হারে বিল গেটসের সম্পত্তি বাড়ছে, তা আগামী ২৫ বছরের মধ্যে এক লক্ষ কোটি ডলারের সম্পত্তির মালিক হতে চলেছেন তিনি। বর্তমানে তার বয়স ৮৬। অক্সফেমের রিপোর্টে দেখা যাচ্ছে, ২০০৬ সালে যখন বিল গেটস মাইক্রোসফট ছাড়েন তখন তার সম্পত্তির পরিমাণ ছিল ৫ হাজার কোটি মার্কিন ডলার। ২০০৯ সাল থেকে বিল গেটসের সম্পত্তি ১১ শতাংশ হারে বেড়েছে। -এনডিটিভি
×