ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জ্ঞান ফিরলেও কথা বলতে পারছে না ধর্ষিত সেই মেয়েটি

প্রকাশিত: ০৮:৩২, ২৫ জানুয়ারি ২০১৭

জ্ঞান ফিরলেও কথা বলতে পারছে না ধর্ষিত সেই মেয়েটি

জান্নাতুল মাওয়া সুইটি ॥ ঢামেক হাসপাতালের ২১২ নং ওয়ার্ডের প্রথম বেডে শুয়ে আছে জয়পুরহাটের ধর্ষিত সেই মেয়েটি। মাঝে মাঝে চোখ খুলে আশপাশে কৌতূহলী চোখে তাকিয়ে দেখছে নির্বিকারভাবে। মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে তার। কথা বলার শক্তি নেই। মুখে নল ঢুকিয়ে খাওয়ানো হচ্ছে যথারীতি। সদ্য দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া এ মেয়েটির কত স্বপ্ন ছিল বড় হবে! বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সে। ক্লাস শুরু হয়েছে যথারীতি। কিন্তু সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে পারছে না সে। তার চোখে মুখে ভয়, কিন্তু মুখ ফুটে বলার ক্ষমতাটুকওু মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার ফলে হারিয়ে ফেলেছে সে। টানা ১৫ দিন পর গত ৬ জানুয়ারি তার জ্ঞান ফিরলেও এখনও সে নিশ্চুপ। হাসপাতালে মেয়ের পাশে বরাবরের মতই ঠাঁই আছেন গর্ভধারিণী মা। মেয়ের এ করুণ পরিণতি দেখে বারবারই অশ্রুশিক্ত হয়ে যাচ্ছেন তিনি। মেয়েকে ডাকছেন.. কিন্তু কোন উত্তর নেই। মা তার শত চেষ্টাতেও মেয়েকে কথা বলাতে পারছেন না আজ। অথচ মা তাকে ছোটবেলায় বলতে শিখিয়েছিল তার মুখের বুলি। মায়ের আফসোস কবে নাগাদ তার মেয়ে তাকে আবার মা বলে ডাকবে! তিনি বললেন, ‘আল্লাহ আমার মেয়ের ওপর অবশ্যই রহমত দান করবেন। টানা ১৫ দিন পর আমার মেয়ের জ্ঞান ফিরেছিল। তখন একটা ভয় মনে কাজ করতে আদৌ কি ওর জ্ঞান ফিরবে। কিন্তু এখন জ্ঞান ফেরার পর আবার কথা বলতে পারছে না। ডাক্তার বলছে একটু সুস্থ হলেই চোয়ালে অস্ত্রোপচার করবে। এখন সে অপেক্ষাতেই আছি।’
×