ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ সুপ্রীমকোর্টের রায়

ইইউ ছাড়তে হলে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে

প্রকাশিত: ০৮:৩০, ২৫ জানুয়ারি ২০১৭

ইইউ ছাড়তে হলে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রক্রিয়া শুরু করার আগে ব্রিটেন সরকারকে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন নিতে হবে বলে রায় দিয়েছে সেদেশের সুপ্রীমকোর্ট। গত বছর ২৩ জুন এক গণভোটে ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেন। এরপর ব্রিটিশ সরকারের বক্তব্য ছিল, ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে সরকারকে প্রদত্ত রাজকীয় ক্ষমতাই যথেষ্ট এ জন্য পার্লামেন্টের অনুমোদন নেয়ার দরকার নেই। একে চ্যালেঞ্জ করে সুপ্রীমকোর্টে করা এক আপীল মামলায় বিচারপতিরা এই রায় দিলেন। খবর বিবিসির। এগারোজন বিচারপতির মধ্যে আটজনই মত দিয়েছেন, ইইউ ত্যাগের ফলে ব্রিটেনের আইনে পরিবর্তন ঘটবে তাই এ ব্যাপারে পার্লামেন্টের অনুমোদন অবশ্যই নিতে হবে। ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার অর্থ হচ্ছে, লিসবন চুক্তির ৫০ ধারা সক্রিয় করা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো যে, ব্রিটেন ইউনিয়ন ত্যাগ করতে যাচ্ছে। তবে ইইউ ত্যাগের পক্ষে ভোটাররা গণভোটে যে রায় দিয়েছেন তা এমপিরা উল্টে দেবেন এমনটা মনে করা হচ্ছে না। সুপ্রীমকোর্টের বিচারপতিরা অবশ্য সর্বসম্মতভাবে রায় দিয়েছেন, ব্রিটিশ সরকারকে এ জন্য যুক্তরাজ্যের অন্যান্য রাজ্য অর্থাৎ স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে পরামর্শ করার দরকার নেই।
×